নিজস্ব
প্রতিবেদক: গুরুত্বের ভিত্তিতে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন লেভেল ক্রসিং
গুলোতে গেটম্যান ও গেট দিয়ে সাধারণ মানুষের চলাচল নিশ্চিত করতে সিদ্ধান্ত
নিয়েছে রেলওয়ে চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা প্রশাসন। এছাড়া বুড়িচং
উপজেলার কালিকাপুর ও রাজাপুর লেভেল ক্রসিংয়ে দ্রুত সময়ের মধ্যে গেট নির্মাণ
করে গেটম্যান দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি বুড়িচং উপজেলার
কালিকাপুর লেভেলক্রিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রীর প্রাণহানির
ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে রেলওয়ে চট্রগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা প্রশাসন
পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করে।
বৃহষ্পতিবার বিকালে কালিকাপুর
দুর্ঘটনাস্থল লেভেলক্রসিং পরিদর্শনে যায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্র্যাট
সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। এসময় উপস্থিত
ছিলেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামানসহ রেলের
ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এলজিইডি ও রেলওয়ে
সম্মানিতভাবে বিভিন্ন লেভেল কোচিং গুলোকে নিরাপদ করার জন্য দ্রুত ব্যবস্থা
নিবেন। এছাড়া কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে যেসব সুপারিশ দেয়া হবে
সেগুলো মন্ত্রণালয়ে পাঠানো হবে।
পরিদর্শন শেষে কুমিল্লার অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ জানান, ঝুঁকিপূর্ণ লেভেল কোশ্চেন গুলোতে
দ্রুত সময়ের মধ্যে গেট নির্মাণের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। কালিকাপুরে যে
দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত করছে কমিটি।