রোটারি
ক্লাব অব কুমিল্লার ৫৭ তম অভিষেক অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় কুমিল্লা ক্লাব
মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ডিস্ট্রিক্ট
গভর্নর রোটারিয়ান আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর
দিলনাশি মোহসেন, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী,ডিস্ট্রিক
৬৫ বাংলাদেশ এর এসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর প্রফেসর ডা. তৃপ্তীশ
চন্দ্র ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের বর্তমান সভাপতি অরণ কান্তি
সাহা। এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি ডা. মাহবুব মজুমদাৱ, প্রোগ্রাম
চেয়ারম্যান নজরুল হক ভূঁইয়া স্বপন, কো- চেয়ারম্যান আহমেদ উল্লাহ আসাদী,
বিদায়ী সেক্রেটারি এড. মাসুদুর রহমান সিকদার ও বর্তমান সেক্রেটারি মোঃ
জহিরুল আলম চৌধুরী। ছবিতে অতিথিদের সাথে রোটা বর্ষ ২০২৫-২৬ এর কার্যকরী
কমিটির নেতৃবৃন্দ।