কুমিল্লার
লালমাই উপজেলার শিকারীপাড়া বায়তুল কুরআন মাদ্রাসার উদ্যোগে ও ডক্টরস ফোরাম
অফ লালমাই এর সহযোগিতায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
করা হয়েছে।
ডক্টরস ফোরাম অফ লালমাইয়ের সভাপতি এনাম মেডিকেল কলেজের
অধ্যক্ষ প্রফেসর ডা: মোতাহার হোসেন জুয়েল এ-র সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধন করেন লালমাই উপজেলা নির্বাহী
অফিসার এহসান মুরাদ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার শিকারীপাড়া বায়তুল কুরআন মাদ্রাসায় এই ক্যাম্পের কার্যক্রম চলে।
এতে
৩৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক চক্ষু, নিউরো মেডিসিন, শিশু, নাক-কান গলা, গাইনী,
মেডিসিন, চর্ম, সহ বিভিন্ন রোগের নির্ণয় সহ চিকিৎসা প্রদান করেন। আয়োজিত
চিকিৎসা ক্যাম্পে নারী, শিশু, পুরুষসহ প্রায় আটশত রোগী চিকিৎসা সেবা গ্রহণ
করেন। চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি এসব রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ
করা হয়।
আয়োজকরা জানান, গ্রামের বেশিরভাগ গরীব ও স্বল্প আয়ের মানুষেরা
আর্থিক সমস্যার কারণে ডাক্তার দেখাতে পারেন না। তাই এসব অসহায় ও গরীব
মানুষকে স্বাস্থ্য সেবা দিতে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
এসময়
উপস্থিত ছিলেন ডক্টরস ফোরাম অফ লালমাইয়ের সাধারণ সম্পাদক কুমিল্লা মেডিকেল
কলেজের সহযোগী অধ্যাপক ডা : সালেহ আহমদ সালেহ, লালমাই প্রেস ক্লাবের
সাধারণ সম্পাদক মো : কামাল হোসেন, মামুন ভূঁইয়া, জসীম উদ্দিন, বাহাউদ্দীন
ভূঁইয়া মেম্বার প্রমুখ।