রোববার ১৫ জুন ২০২৫
১ আষাঢ় ১৪৩২
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত রুবেল হত্যামামলা থেকে বাঁচতে পরিবারের সদস্যদের নামে ‘পাল্টা মামলা’
#প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
শাহীন আলম, দেবিদ্বার
প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১:২২ এএম |

 বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত রুবেল হত্যামামলা থেকে  বাঁচতে পরিবারের সদস্যদের নামে ‘পাল্টা মামলা’


কুমিল্লার দেবিদ্বারে গত ৪ আগষ্ট দুপুরে ছাত্রআন্দোলনে গুলিতে নিহত আবদুর রাজ্জাক রুবেল হত্যা ঘটনায় করা মামলা থেকে বাঁচতে সাক্ষী ও এলাকাবাসীর বিরুদ্ধে ‘পাল্টা মামলা’ করার অভিযোগ উঠেছে। রুবেল হত্যা মামলার অন্যতম আসামী রাজু সরকারের স্ত্রী বাদি হয়ে এ মামলা দায়ের করেছেন। রাজু সরকার বর্তমানে কুমিল্লা কারাগারে আছেন।     
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার মুক্তিযুদ্ধ চত্ত্বরে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচী থেকে এমন অভিযোগ করেন নিহত রুবেলের স্বজন ও এলাকাবাসী।   
মানববন্ধন এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভিপি শাহীন, পৌর বিএনপির আহবায়ক ভিপি মাহফুজুর রহমান, পৌর যুবদলের সভাপতি মো. শাহ্ জামান মুন্সী, পৌর ছাত্রদল নেতা নাজমুল হাসান। রুবেলের পরিবোরের পক্ষে বক্তব্য রাখেন, রুবেলের মা হোসনে আরা বেগম, চাচা মো. আবু তাহের, ইউনুছ মিয়া ও বোন লাভলী আক্তার।    
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১০ সেপ্টেম্বর রুবেল হত্যা মামলার অন্যতম আসামী রাজু সরকারের স্ত্রী সুমি আক্তার বাদি হয়ে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালতে ৩৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত রুবেলের পরিবারের সদস্যসহ গ্রামের লোকজনদেরকে আসামী করা হয়েছে। প্রকৃতপক্ষে, রাজু স্ত্রী আসামী রাজুকে বাঁচানোর জন্য উদ্দেশ্যেপ্রণোদীত ভাবে ওই মামলা দায়ের করেছেন। আগামী তিন দিনের মধ্যে যদি রাজু স্ত্রীর করা মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয় তাহলে ছাত্রজনতার আন্দোলনে দেবিদ্বারের মাটি আবার উত্তপ্ত হয়ে উঠবে। 















সর্বশেষ সংবাদ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ।
ধর্মপুর কেন্দ্রীয় ঈদগাহে একশ ২৫ বছরে এই প্রথম ঈদের জামাত
পরিবহন সঙ্কটে কুমিল্লা থেকে ঢাকায় ফিরতে চরম ভোগান্তি
কুমিল্লায় ৪ জনের করোনা শনাক্ত
চান্দিনায় মোটরসাইকেল-ট্রাক্টরের সংঘর্ষ রূপ নেয় গণসংঘর্ষে দুই গ্রামের সংঘর্ষে আহত ৬, থানায় মামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় সন্তানকে খুশি রাখতে হেলিকপ্টারে করে বিয়ে করালেন প্রবাসী বাবা
কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে টাকা পাচারকালে হুন্ডি ব্যবসায়ী আটক
কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদে পড়ে নিহত এক
ধর্মপুর কেন্দ্রীয় ঈদগাহে একশ ২৫ বছরে এই প্রথম ঈদের জামাত
২৪ ঘণ্টায় ১৩৪ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২