মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
১১ চৈত্র ১৪৩১
মিয়ানমারে সংঘাত ফের ভেসে আসছে গোলার শব্দ, আতঙ্কে সীমান্তবাসী
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ১:৩৬ এএম |

 মিয়ানমারে সংঘাত ফের ভেসে আসছে গোলার শব্দ, আতঙ্কে সীমান্তবাসী

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘাত ফের বেড়েছে। রোববার (২৪ মার্চ) রাত থেকে আবারও মর্টারশেল ও গুলির শব্দ ভেসে আসছে বাংলাদেশ প্রান্তে। সোমবার দিনেও টেকনাফের হোয়াইক্যংয়ের নাফ নদ সীমান্ত এলাকায় থেমে থেমে গোলার শব্দ পাওয়া যাচ্ছে। তবে, রাতের চেয়ে দিনে গোলাগুলির শব্দ কম।
এসব শব্দে সীমান্ত এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ভর করেছে। এর আগে, সবশেষ ১৮ মার্চ গোলাগুলির শব্দ শুনেছিলেন এখানকার সীমান্ত এলাকার লোকজন।
বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নুর কবির বলেন, রাত ১০টার পর থেকে থেমে থেমে সীমান্তে গোলার শব্দ শোনা যাচ্ছিল। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।
হোয়াইক্যং সীমান্তের খারাংখালী, নয়া বাজার, মিনা বাজার, কানজর পাড়া, জিম্মখালী, উনচিপ্রাং, লম্বাবিল সীমান্তে বিকট শব্দ ভেসে আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
হোয়াইক্যং সীমান্তের বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, রোববার রাতে হঠাৎ নাফ নদের ওপারে ভারী গোলার শব্দ শোনা যায়। সারারাত চলে গোলাগুলি। শব্দ এমন শোনা যাচ্ছিল যেন বাড়ির বাইরে কেউ এমনটি ঘটাচ্ছেন।
৮ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলম বলেন, গতরাত থেকে শুরু হওয়া গোলার আওয়াজ আগের তুলনায় ভারী ও বিকট।
সূত্রমতে, মিয়ানমারের মংডু ও বুচিদং এলাকায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সঙ্গে সে দেশের সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। এতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত নাফ নদবেষ্টিত ৫৪ কিলোমিটার সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড টহল বৃদ্ধি করেছে।
এর আগে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেছিলেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা প্রস্তুত রয়েছে।

















সর্বশেষ সংবাদ
গণহত্যা দিবস আজ
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে: তারেক রহমান
রাগবি ফেডারেশনের সভাপতি হলেন কুমিল্লার কৃতী সন্তান জহির স্বপন
বেলালের পরিবারে কান্নার রোল
তিতাসে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় একটি বিয়ের আকর্ষণীয় অনুষ্ঠান
ভিক্টোরিয়া কলেজ কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
কোন অবস্থাতেই অপকর্ম মেনে নেওয়া হবে না: হাজী ইয়াছিন
রাগবি ফেডারেশনের সভাপতি হলেন কুমিল্লার কৃতী সন্তান জহির স্বপন
কুমিল্লায় এনসিপির ইফতার মাহফিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২