শনিবার ৩১ জানুয়ারি ২০২৬
১৮ মাঘ ১৪৩২
কুমিল্লায় নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী জব ফেয়ার
বশিরুল ইসলাম ।।
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ২:৪৪ পিএম |

কুমিল্লায় নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী জব ফেয়ারকুমিল্লায় নার্সিং ও মিডওয়াইফারি পেশায় কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজ প্রাঙ্গণে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়।

জব ফেয়ারে বিভিন্ন চাকুরীদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং বিপুল সংখ্যক চাকুরীপ্রত্যাশী তরুণ-তরুণী উপস্থিত হন। বিশেষ করে নার্সিং ও মিডওয়াইফারি বিভাগের শিক্ষার্থীদের জন্য এ আয়োজন একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

ফেয়ারে চাকুরী প্রত্যাশীরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন, জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন এবং ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন। আয়োজকদের মতে, এ ধরনের জব ফেয়ার তরুণদের কর্মসংস্থানে কার্যকর ভূমিকা রাখবে।

চাকুরী প্রত্যাশীরা জানান, এমন আয়োজন আরও নিয়মিত হলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চাকুরীর চাহিদা ও শূন্যপদের তথ্য জানা সহজ হবে। এতে চাকুরী প্রার্থীদের দক্ষতা ও পেশাগত মানও উন্নত হবে বলে তারা মনে করেন।

কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইনস্ট্রাক্টর ইনচার্জ মো. মনিরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. সজিবুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডা. আলিনুর মোহাম্মদ বশীর আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (আইডিজি) ডা. মেহবুবা সাঈদ এবং মিডওয়াইফারি অধিদপ্তর, মহাখালী, ঢাকার ফাতেমা খাতুন।

বক্তারা দক্ষ ও প্রশিক্ষিত নার্সদের উপযুক্ত প্রতিষ্ঠানে নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, স্বল্পমেয়াদি বা শর্ট কোর্স করে নার্সিং পেশায় যুক্ত হওয়া সঠিক নয়, কারণ এতে দক্ষ নার্স তৈরি সম্ভব হয় না। বরং নার্সিং ইনস্টিটিউট থেকে ৩ থেকে ৪ বছরের পূর্ণাঙ্গ কোর্স সম্পন্ন করে ইন্টার্নশিপ করা শিক্ষার্থীরাই প্রকৃত অর্থে দক্ষ ও অভিজ্ঞ হয়ে ওঠে। বক্তারা আরও বলেন, যোগ্য নার্সদের যোগ্য স্থানে নিয়োগ দিলে প্রতিষ্ঠান যেমন লাভবান হবে, তেমনি রোগীরাও মানসম্মত সেবা পাবে। তাই স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রশিক্ষিত নার্সদের বিকল্প নেই।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী জব ফেয়ার
ক্ষমতায় গেলে কুমিল্লার নামেই বিভাগ করবো
১১ দলীয় জোটের গণজোয়ার দেখে অনেকে দিশেহারা
গোমতির উত্তরেও কুমিল্লা শহর সম্প্রসারণ হবে
চাঁদাবাজ-মাদককারবারীদের ঘুম হারাম করে দেব : হাসনাত আব্দুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা-১০ ও ৪ আসন বিএনপির ৩ প্রার্থীর প্রার্থিতা বিষয়ে সিদ্ধান্ত জানা যেতে পারে রোববার
আজ কুমিল্লায় আসছেন জামায়াত আমীর
১১ দলীয় জোটের গণজোয়ার দেখে অনেকে দিশেহারা
ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
গোমতির উত্তরেও কুমিল্লা শহর সম্প্রসারণ হবে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২