
আজ ২০ জানুয়ারি, ২০২৬ - কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে, কুমিল্লা সিটি কর্পোরেশনের নেতৃত্বে, নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি আয়োজন করা হয় হগগলে মিল্লা-জিল্লা, পরিচ্ছন্ন কুমিল্লা প্রতিপাদ্যের আলোকে, যা একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও টেকসই নগর গঠনে সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন। বাংলাদেশে বাস্তবায়নাধীন “নগরভিত্তিক পানিচক্রের টেকসই রুপান্তর প্রকল্প”-এর আওতায় কুমিল্লা সিটি কর্পোরেশনের নেতৃত্বে ও রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক যুবসমাবেশ এর শুভ উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো. শাহ আলম। আচরণ পরিবর্তন কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এই যুবসমাবেশে ৩০০ জনের অধিক অংশগ্রহণকারী, ৫০ জন অংশীজন, স্বেচ্ছাসেবক, এবং ১০টি স্কুল ও ৫টি কলেজের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির মধ্যে ছিল দেয়াল পত্রিকা প্রদর্শনী ও আইডিয়া প্রতিযোগিতা। এই সমাবেশের মাধ্যমে তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গি, চিন্তাভাবনা ও উদ্ভাবনী ধারণার মাধ্যমে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তাদের উপলব্ধি ও ভাবনাগুলো তুলে ধরা হয়।
যুবসমাবেশে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়—
• গৃহস্থালি পর্যায়ে নিরাপদ বর্জ্য সংরক্ষণ ও অপসারণের উপায়
• আচরণ পরিবর্তনমূলক কৌশলের মাধ্যমে বর্জ্য পৃথকীকরণকে দৈনন্দিন অভ্যাসে রূপান্তর
• বাংলাদেশের প্রেক্ষাপটে গৃহস্থালি বর্জ্য থেকে সম্পদ পুনরুদ্ধারের সম্ভাবনা
• অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের ভূমিকা
• স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও
কমিউনিটি পর্যায়ের যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের সুযোগ
যুবসমাবেশের তাৎপর্য তুলে ধরতে এসইউডব্লিউসি প্রকল্পের বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন (বিসিসি) অ্যাডভাইজর এহসানুর রহমান আবীর বলেন, "আচরণভিত্তিক বৈজ্ঞানিক পদ্ধতি বিশেষত বিহেভিয়ার সেন্টারড ডিজাইন (BCD) ব্যবহারের মাধ্যমে নিরাপদ বর্জ্য সংরক্ষণ, অবৈধ বর্জ্য ব্যবস্থাপনা এবং পেশাদার বর্জ্য সংগ্রহ ব্যবস্থার সম্প্রসারণে এমন ইতিবাচক আচরণগত পরিবর্তনের গুরুত্ব অপরিসীম।"
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক তাঁর বক্তব্যে যুবনেতৃত্বাধীন এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, সিটি কর্পোরেশন, উন্নয়ন সহযোগী সংস্থা এবং তরুণ নাগরিকদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তর করা সম্ভব, যা একটি পরিচ্ছন্ন পরিবেশ এবং সম্পদশালী-দক্ষ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।