
বার্সেলোনার
বিখ্যাত একাডেমিতে বেড়ে ওঠা ফের্মিন লোপেস পেলেন মূল দলে নিজেকে মেলে
ধরার পুরস্কার। দুই বছর বাড়ানো হলো তরুণ এই প্রতিভাবান মিডফিল্ডারে
চুক্তির মেয়াদ।
স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা শুক্রবার এক সংবাদ
বিজ্ঞপ্তিতে চুক্তির মেয়াদ বাড়ানোর খবর জানায়। অন্তত ২০৩১ সালের ৩০ জুন
পর্যন্ত কাম্প নউয়ে থাকবেন লোপেস।
২০২৪ সালের অক্টোবরে বার্সেলোনার
সঙ্গে চুক্তি করেন লোপেস, এর মেয়াদ ছিল ২০২৯ সালের জুন পর্যন্ত।
স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বেতন বাড়িয়ে এবং
পারফরম্যান্সের জন্য বোনাস যুক্ত করে সেটাই বাড়ানো হলো আরও দুই বছরের
জন্য।
রিলিজ ক্লজ থাকছে আগের মতো ৫০ কোটি ইউরো।
চুক্তির মেয়াদ
শেষ হওয়ার এখনও বাকি ছিল সাড়ে তিন বছর সময়। তাই খুব একটা তাড়া ছিল না। তবে
চলতি মৌসুমে হান্সি ফ্লিকের দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠা লোপেসকে
পুরস্কৃত করতেই মূলত চুক্তি নবায়ন করা হলো।
গত গ্রীষ্মে ইউরোপের অনেক
ক্লাবই আগ্রহী দেখায় লোপেসকে নিতে। চেলসির প্রস্তাব ছিল বেশ আকর্ষণীয়। তবে
বার্সেলোনাতেই থেমে যাওয়ার সিদ্ধান্ত নেন তরুণ মিডফিল্ডার। চলতি মৌসুমে
ধীরে ধীরে নিজের জায়গা পাকা করে নিচ্ছেন তিনি।
