
বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকায় জাতীয় ক্রিকেটাদের এখন চলছে অপ্রত্যাশিত অবসর। ফাঁকা সেই সময়ের কিছুটা কাজে লাগাতে ছোট্ট একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। তিন দলের টুর্নামেন্টের নাম ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ।’
বিসিবি শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ধূমকেতু একাদশকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস, দুর্বার একাদশের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত ও দুরন্ত একাদশের অধিনায়ক আকবর আলি।
এই টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা তুলে ধরা হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে। জাতীয় লিগ টি-টোয়েন্টি ও বিপিএল দিয়ে দুটি টি-টোয়েন্টি আসর এর মধ্যেই হয়ে গেছে এই মৌসুমে। বিশ্বকাপে না যাওয়ায় টি-টোয়েন্টি ক্রিকেটে বড় কোনো চ্যালেঞ্জ নেই সামনে, বরং ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে এই সংস্করণেই বড় পরীক্ষায় সামনে অপেক্ষায়। সেখানে কেন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে, সেই ব্যাখ্যাও দেওয়া হয়নি।
প্রাথমিক পর্বে তিন দল পরস্পরের মুখোমুখি হবে একবার করে। ম্যাচ তিনটি হবে আগামী ৫, ৭ ও ৯ ফেব্রুয়ারি। শীর্ষ দুই দল নিয়ে ফাইনাল ৯ ফেব্রুয়ারি।
প্রাইজমানি ও ফি মিলিয়ে মোট আড়াই কোটি টাকার টুর্নামেন্টে আইপিএলের আদলে থাকলে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ খেলানোর নিয়ম। অধিনায়কদের নাম জানানো হলেও তিন দলের স্কোয়াড ঘোষণা করা হয়নি।
তিন দলের কোচিং স্টাফ অবশ্য চূড়ান্ত করা হয়েছে। ধূমকেতু একাদশের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, দুর্বার একাদশের প্রধান কোচ মিজানুর রহমান, সহকারী কোচ তুষার ইমরান এবং দুর্দান্ত একাদশের প্রধান কোচ হান্নান সরকার, সহকারী কোচ রাজিন সালেহ আলম।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচগুলি শুরু হবে সন্ধ্যা ৬টায়। প্রতি ম্যাচের আগে বিকেল ৪টা থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
ম্যাচগুলির টিকেটের মূল্য পূর্ব গ্যালারি ১০০ টাকা, সাউদার্ন ও নর্দান গ্যালারি ২০০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার টাকা।
