রোববার ১ ফেব্রুয়ারি ২০২৬
১৯ মাঘ ১৪৩২
পাকিস্তান ‘ভুলবশত’ জানাল তারা বিশ্বকাপে খেলবে
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১০ এএম আপডেট: ০১.০২.২০২৬ ১:২১ এএম |

 পাকিস্তান ‘ভুলবশত’ জানাল তারা বিশ্বকাপে খেলবে

ভারত থেকে বিশ্বকাপ ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ করে বাংলাদেশ বাদ পড়েছে। তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। আর বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ শেষেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে তারা। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড ‘ভুলবশত’ তাদের দলের বিশ্বকাপে অংশগ্রহণের কথা নিশ্চিত করেছে। 
বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে আইসিসি বাদ দেওয়ার পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, বিশ্ব ক্রিকেট সংস্থার দ্বিচারি মনোভাবের কারণে তারা বিশ্বকাপে খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা পুনর্বিবেচনা করবে। এই ব্যাপারে আগামী সোমবার চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা বলেছেন তিনি।
কিন্তু নিজেদের ডেডলাইনের তিন দিন আগে পিসিবি এক পোস্টে জানাল, তারা বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করছে না। গতকাল (শুক্রবার) পিসিবি একটি মিডিয়া বিবৃতি দেয়। সেখানে তারা জানায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান স্কোয়াড থেকে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেখানে ভুলবশত তারা উল্লেখ করে, টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে না থাকার কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং যারা শ্রীলঙ্কায় দলের সঙ্গে যাবে শুধু তাদেরকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচে খেলানো হবে। অথচ তারা ভুলে গেছে, যে এখনো তারা বিশ্বকাপে খেলার কথা নিশ্চিত করেনি।
মূল বিজ্ঞপ্তিতে লেখা ছিল, ‘পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড নিয়ে আপডেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে ফাস্ট বোলার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাকিস্তান ১৫ সদস্যের সেই স্কোয়াড নিয়েই সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করবে, যারা পরবর্তীতে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের জন্য সফর করবে।’
ভুলটি বুঝতে পেরে পিসিবি সোশ্যাল মিডিয়া থেকে এটি মুছে ফেলে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। এটি সেই গুঞ্জনকে সঠিক বলে প্রমাণ করেছে, যেখানে বলা হয়েছে যে পাকিস্তান ২ ফেব্রুয়ারি কলম্বো পৌঁছাবে এবং দুই দিন পরে সিংহলি স্পোর্টস ক্লাবে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।
সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড নিয়ে আপডেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে ফাস্ট বোলার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে অব্যাহতি দেওয়া হয়েছে।’














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
‘আমরা দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না’: ড. শফিকুর রহমান
একটি দল মুখে ‘হ্যাঁ’ বললেও তলে তলে ‘না’ এর কথা বলে জনসভায় মামুনুল হক
চৌদ্দগ্রামে সমাবেশ থেকে ফেরার পথে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ১০
হাসনাতের নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা দিল স্কুলের বন্ধুরা
একটি গোষ্ঠী জান্নাতের টিকেট বিক্রির নামে মানুষকে ধোকা দিচ্ছে -হাজী ইয়াছিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
১১ দলীয় জোটের গণজোয়ার দেখে অনেকে দিশেহারা
ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
গোমতির উত্তরেও কুমিল্লা শহর সম্প্রসারণ হবে
ক্ষমতায় গেলে কুমিল্লার নামেই বিভাগ করবো
চৌদ্দগ্রামে যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২