বশিরুল ইসলাম:
আসন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা নাঙ্গলকোট ও লালমাই আসনে
নির্বাচনী প্রচারণা পরিচালনার জন্য সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে। গত
শুক্রবার (২৩ জানুয়ারী) কুমিল্লা বিভাগীয় নির্বাচন প্রচারণা কমিটির আহ্বায়ক
ড. এ জেড এম মাইনুল ইসলাম ও সদস্য সচিব মোঃ আবুল কালাম স্বাক্ষরিত
বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। বিজ্ঞপ্তি সূত্রে আরো জানা
যায়, উক্ত কমিটি কুমিল্লা-১০ আসনের ধানের শীষ প্রার্থী মোবাশে^র আলম
ভূঁইয়ার পক্ষে প্রচারণার কাজে নিয়োজিত থাকবেন। উক্ত কমিটি জাতীয়তাবাদী
তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী
মজিবুর রহমান এর তত্ত্বাবধানে কুমিল্লা বিভাগীয় নির্বাচন প্রচারণা কমিটির
মাধ্যমে সমন্বয়ক করা হবে। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কুমিল্লা মহানগর
তাঁতীদলের আহ্বায়ক রেজাউল করিমকে এবং সদস্য সচিব করা হয়েছে ফারুক আহমেদ
মজুমদারকে। এছাড়াও উক্ত কমিটিতে সদস্য হিসেবে কাজ করবেন ইমাম হোসেন, মোঃ
ইব্রাহীম , মোঃ ইউনুছ, ডা. বাহার ও মোঃ ফরহাদ রেজা। উল্লেখ্য উক্ত কমিটি
কুমিল্লা বিভাগীয় নির্বাচন সমন্বয় কমিটির অধীনে কুমিল্লা-১০ আসনের
(লালমাই-নাঙ্গলকোট) অন্তর্ভুক্ত উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির
তাঁতীদল নেতৃবৃন্দকে জ্যেষ্ঠতার ভিত্তিতে দায়িত্ব প্রদান করে উপ-কমিটি
অনুমোদন করতে হবে।
