কুমিল্লার লালমাই উপজেলা বসুন্ধরা শুভ সংঘ শাখার সভাপতি ডেন্টিস্ট মোহাম্মাদ মফিজুল ইসলাম মুন্না অঝঅ টহরাবৎংরঃু ইধহমষধফবংয (অঝঅটই) থেকে মাস্টার্স অব পাবলিক হেলথ ইন ডেন্টিস্ট্রি ডিগ্রি কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন। গত শনিবার ৩য় সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে তিনি মাস্টার্স অব পাবলিক হেলথ ইন ডেন্টিস্ট্রি ডিগ্রির প্রাতিষ্ঠানিক সনদ গ্রহণ করেন।
শিক্ষা জীবনে এই কৃতিত্ব অর্জন করায় রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বসুন্ধরা শুভসংঘের লালমাই উপজেলা শাখার সহ-সভাপতি ও আল ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির। এসময় উপস্থিত ছিলেন দৈনিক কালেরকন্ঠের লালমাই-সদর দক্ষিণ উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, লালমাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার, শুভসংঘের উপজেলা সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেল, সদস্য কবির হোসেন ও ইসলামি সংগীত শিল্লী হাসিব মোজাম্মেল প্রমুখ।
এর আগে ডেন্টিস্ট মুন্না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে চিকিৎসা অনুষদ এর ব্যাচেলর অফ সাইন্স ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) এর গ্র্যাজুয়েশন সনদ অর্জন করেন।
উল্লেখ্য তিনি বাগমারা বাজারের জনপ্রিয় চিকিৎসক ও হক মেডিকেল হলের স্বত্ত্বাধিকারী মরহুম ডা: আবুল হোসেন সাহেবের ৩য় পুত্র। তিনি কয়েকবছর ধরে বাগমারা উত্তর বাজারস্থ সেবা ডেন্টাল কেয়ারে নিয়মিত দন্ত চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তিনি বাগমারা কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারীর দায়িত্বেও রয়েছেন।
