জাতীয়
অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ
টাকা ব্যয়ের ২৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (২৫
জানুয়ারি) সকালে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক
চেয়ারপারসন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন
দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল
(জিওবি) থেকে ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৩২ হাজার ১৮
কোটি ৯ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার
২৯১ কোটি ৭৮ লাখ টাকা জোগান দেওয়া হবে। সভায় ১৪টি নতুন প্রকল্প ছাড়াও ৬টি
সংশোধিত এবং ৫টি মেয়াদ বৃদ্ধি করা প্রকল্প অনুমোদন পায়।
অনুমোদিত
প্রকল্পগুলোর মধ্যে উত্তরাঞ্চলের মানুষের জন্য ১ হাজার শয্যার বাংলাদেশ-চীন
মৈত্রী সাধারণ হাসপাতাল স্থাপন এবং উত্তরাঞ্চলের শিক্ষিত যুবদের
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প অন্যতম। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ
প্রকল্পগুলো হলো— চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড
এক্সপ্রেসওয়ে নির্মাণ, বিমানবন্দরের রানওয়ে শক্তিবৃদ্ধিকরণ এবং
রাঙ্গামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ।
দোহাজারী-রামু-কক্সবাজার-গুনদুম রেললাইন নির্মাণ (২য় সংশোধনী) এবং রূপপুর
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের (১ম সংশোধনী) অনুমোদন। দেশের
বিভিন্ন স্থানে নৌ ও ট্যুরিস্ট পুলিশ স্থাপনা নির্মাণ, মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয় স্থাপন এবং ‘স্যানিটেশনে নারী
উদ্যোক্তা’ এবং কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন
প্রকল্প। নদীভাঙন রোধ ও ড্রেজিংয়ের পাশাপাশি আড়িয়াল বিল এলাকার সমন্বিত
পানি ও ভূমি ব্যবস্থাপনা প্রকল্প।
এছাড়া সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের
আরও ১০টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে সরকারি
কলেজ ও বিইউপি উন্নয়ন, ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ এবং
সৈয়দপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প।
সভায় পরিকল্পনা উপদেষ্টা
ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র
উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ঊর্ধ্বতন
সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
