নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের ফুটবল প্রতীকের
প্রার্থী সামিরা আজিম দোলার নির্বাচনী গণসংযোগ কর্মসূচিতে হামলার অভিযোগ
উঠেছে। প্রতিপক্ষের এ হামলা অন্তত ১০ জন কর্মী সমর্থক গুরুতর আহত হয়েছেন
বলে অভিযোগ করেন প্রার্থী নিজেই। হামলার ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি)
মনোহরগঞ্জ থানায় সামিরা আজিম দোলার কর্মী তানভীর হোসেন বাদী হয়ে একটি
অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সাড়ে
১১টার দিকে উপজেলার রাজাপুর-চিকোটিয়া বাজার এলাকায় সামিরা আজিম দোলার
নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালানোর সময় প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা
চালায়।
অভিযুক্তরা হলেন, লালচাদপুর এলাকার রহমত উল্লাহ সুমন (২২),
ছিকোটিয়া এলাকার বিলাল হোসেন (৩৫), একই এলাকার মোঃ আনিছ (২৫), মোঃ হিরন
(২৫), খোকন (২০), ছোট খোকন (২৫), রাজাপুর এলাকার মোঃ আরিফ (২৫)-সহ
অজ্ঞাতনামা ২০/৩৫ জন।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা ঝলম ইউনিয়নের
বিভিন্ন এলাকার বাসিন্দা এবং একটি নির্দিষ্ট প্রার্থীর পালিত কর্মী। যারা
পরিকল্পিতভাবে এই হামলা চালায়। এতে শুধু সমর্থকদের ওপরই নয়, তাদের নেত্রীর
ওপরও আক্রমণ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ভয়ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ
ঘটনার কিছু দৃশ্য বিভিন্ন গণমাধ্যমেও প্রচারিত হয়েছে।
ভুক্তভোগীরা আরও
জানান, হামলাকারীরা ২০ থেকে ৩৫ জনের একটি দল নিয়ে লাঠি, হকিস্টিক, ক্রিকেট
ব্যাটসহ বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অন্তত ১০ জন গুরুতর আহত হন।
পরে আহতদের উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক
চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
ফুটবল প্রতীকের
প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামিরা আজিম দোলা জানান, নির্বাচনী পরিবেশকে
অস্থিতিশীল করতেই এ হামলা চালানো হয়। আমার প্রচার প্রচারণা ঠেকানোর জন্য এই
ধরনের হামলা লিপ্ত হচ্ছেন প্রতিপক্ষের পালিত কর্মীরা। হামলা চালিয়ে আমার
কর্মী সমর্থকদের আহত করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেন তিনি।
মনোহরগঞ্জ
থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা
হয়েছে। বিএনপি দলীয় কর্মীরাই মূলত সামিরা আজিমের গণসংযোগে হামলা চালিয়েছে
বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভবিষ্যতে যেনো এ
ধরনের কোনো ঘটনা না ঘটে সে জন্য আইনশৃৃঙ্খলাবাহিনী তৎপর রয়েছে।
