
বার্সেলোনার
জন্য স্বস্তির খবর চোট কাটিয়ে রাফিনিয়ার ফেরা। তবে অস্বস্তির খবরও আছে,
চোটের জন্য আরেক ফরোয়ার্ড ফেররান তরেসকে পাচ্ছে না স্প্যানিশ
চ্যাম্পিয়নরা। নিষেধাজ্ঞার জন্য নেই লামিনে ইয়ামাল।
চ্যাম্পিয়ন্স
লিগে বাংলাদেশ সময় বুধবার রাত ২টায় স্লাভিয়া প্রাহার বিপক্ষে মাঠে নামবে
বার্সেলোনা। ম্যাচের জন্য কোচ হান্সি ফ্লিকের দেওয়া দলে নেই দলটির
অধিনায়ক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। মৌসুমের বাকি সময় ধারে জিরোনায়
খেলবেন অভিজ্ঞ এই গোলরক্ষক। দুই ক্লাবের সমঝোতার পর মেডিক্যালসহ
আনুষ্ঠানিকতা সারবেন তিনি।
হোয়ান গার্সিয়া ও ভয়চেখ স্ট্যান্সনির সঙ্গে তৃতীয় গোলরক্ষক হিসেবে আছেন দিয়েগো কোচেন।
চোটের
জন্য লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া গাভি ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন নেই
স্বাভাবিকভাবেই। চ্যাম্পিয়ন্স লিগের জন্য এখনও নিবন্ধন না করায় নেই ধারে
খেলতে আসা ডিফেন্ডার জোয়াও কান্সেলো। তার জায়গায় সুযোগ পেয়েছেন তরুণ
জোফ্রে তররেন্তস।
আক্রমণ ভাগে সুযোগ পেয়েছেন দুই তরুণ ফরোয়ার্ড হুয়ান এর্নান্দেস ও দানি রদ্রিগেস।
৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে বার্সেলোনা। তিন ড্রয়ে তিন পয়েন্ট নিয়ে ৩৩ নম্বরে স্লাভিয়া প্রাহা।
বার্সেলোনা স্কোয়াড
গোলরক্ষক: হোয়ান গার্সিয়া, ভয়চেখ স্ট্যান্সনি, দিয়েগো কোচেন
ডিফেন্ডার: আলেহান্দ্রে বাল্দে, রোনাল্দ আরাউহো, পাউ কুবার্সি, জেরার্দ মার্তিন, এরিক গার্সিয়া, জুল কুন্দে
মিডফিল্ডার: পেদ্রি, ফের্মিন লোপেস, মার্ক কাসাদো, দানি ওলমো, ফ্রেংকি ডি ইয়ং, মার্ক বের্নাল, তমি
ফরোয়ার্ড: রবের্ত লেভানদোভস্কি, রাফিনিয়া, রাশফোর্ড, রুনি বার্গদি, হুয়ান এর্নান্দেস, দানি রদ্রিগেস।
