
হার
দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসর শুরু করেছে বাংলাদেশ। ঘুরে
দাঁড়াতে দ্বিতীয় ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু বৃষ্টির কারণে
নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হলো আজিজুল হাকিম তামিমের দলকে।
ফলে কঠিন হয়ে গেছে বাংলাদেশের সুপার সিক্সের সমীকরণ।
আজ বুলাওয়েতে টস
জিতে নিউজিল্যান্ডকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক
তামিম। ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড।
ইকবাল হোসেন ইমনের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়েছেন হুগো ভোগ। ৮ রান করে
এই ওপেনার সাজঘরে ফিরলে ভাঙে ১১ রানের উদ্বোধনী জুটি।
দ্বিতীয় উইকেট
জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। আরিয়ান মানকে সঙ্গে নিয়ে অধিনায়ক টম জুনস দলকে
ভিত গড়ে দেওয়ার চেষ্টা করেন। শুরুর পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে
৫১ রান তুলে তারা। পাওয়ার প্লের পরপরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। এরপর কয়েক
দফা বৃষ্টি কমলে মাঠ কর্মীরা মাঠ প্রস্তুত করার চেষ্টা করেন। তবে থেমে থেমে
বৃষ্টি আসায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।
ম্যাচ
পরিত্যাক্ত হওয়ায় এক পয়েন্ট করে পেয়েছে দুই দলই। বাংলাদেশ সবমিলিয়ে ২
ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে। এতে সুপার সিক্সে পা রাখতে
শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় ছাড়াও তাকিয়ে থাকতে হবে অন্যদের
ফলাফলের দিকেও।
