স্টাফ
রিপোর্টার।। গত ১৬ জানুয়ারি রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ২হফ ডরহঃবৎ কধৎধঃব
ঈড়সঢ়বঃরঃরড়হ-২০২৬। ঢাকা ক্যান্টনমেন্ট শোতোকান কারাতে একাডেমির আয়োজনে এবং
বাংলাদেশ শোতোকান কারাতে-ডো অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের
সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতিতে দেশের বিভিন্ন কারাতে সংগঠন ও জেলা
ক্রীড়া সংস্থা থেকে ৭০০-এর অধিক কারাতে খেলোয়াড় বিভিন্ন ইভেন্ট ও
ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শোতোকান
কারাতে-ডো অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ শমসের আলম ভূঁইয়া। প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি মোঃ
শাহজাদা আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের
সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, জনসন এলিভেটর (বিডি)
লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম এবং বাংলাদেশ
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্নেল এনায়েত উল্লাহ খান।
এই
প্রতিযোগিতায় কুমিল্লা ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের ২১ সদস্যের একটি দল
অংশগ্রহণ করে কুমিতে ও কাতা ইভেন্টে অসাধারণ সাফল্য অর্জন করে। দলটি মোট
২৮টি পদক লাভ করে; এর মধ্যে ৮টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক
অর্জন করে, যা সংগঠনটির জন্য এক গৌরবোজ্জ্বল অর্জন।
স্বর্ণপদকপ্রাপ্তরা
হলেন, যাহরা যানি রাশা (কাতা), বায়েজিদ সামির (কাতা), ওসমান গনি রাহি
(কাতা), শাহরিয়ার আলম নূর আদর (কুমিতে), মেহরুন সুলতানা ইমি (কুমিতে),
হোসাইন আহমেদ রাফি (কুমিতে), মোনতাসির আলম ভূঁইয়া মহিম (কুমিতে) ও রাইহাতুল
জন্নাত (কুমিতে)।
রৌপ্য পদক প্রাপ্তরা হলেন, হোসাইন আহমেদ রাফি
(কাতা), আবরার মোনতাসির রোহান (কাতা ও কুমিতে), আবিদ পাটোয়ারী (কাতা), এস.
এম. রাফি (কাতা), শাহরিয়া আমান (কুমিতে), পলি আক্তার খুশি (কুমিতে),
মেজমাহুল হক মাহি (কুমিতে), মোঃ আবু সাঈদ (কুমিতে) ও এস. এম. রিহান
মোনতাসির (কুমিতে)।
ব্রোঞ্জ পদক প্রাপ্তরা হলেন, যাহরা যানি রাশা
(কুমিতে), মাহমুদুল হাসান (কাতা), তাহসিনা তাবাসসুম তাসপিয়া (কাতা),
তাইয়েবা ইসলাম সিজদা (কাতা ও কুমিতে), মেহরুন সুলতানা ইমি (কাতা), তাহসিনা
আহমেদ ইউশা (কুমিতে), পলি আক্তার খুশি (কাতা), শাহরিয়ার আলম নূর (কাতা) ও
রিফাহ নানজিবাহ (কুমিতে)।
স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন করায়
খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ
সম্পাদক গাজী মামুন হুদা মামুন, কুমিল্লা ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের
সভাপতি তরিকুল ইসলাম মজুমদার, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রকিবসহ সংগঠনের
কার্যনির্বাহী সদস্যরা।
কুমিল্লা ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের প্রধান
প্রশিক্ষক, আন্তর্জাতিক কারাতে রেফারি ও কোচ এস ইসলাম শুভ বলেন,
প্রশিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীরা ২য় উইন্টার কারাতে
প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণ, রৌপ্য ও তাম্রসহ উল্লেখযোগ্য সংখ্যক পদক
অর্জন করেছে। ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে আমরা
প্রস্তুতি নিচ্ছি।
কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক
গাজী মামুন হুদা মামুন বলেন, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় কুমিল্লার
ছেলে-মেয়েরা যে সাফল্য দেখিয়েছে, তা নিঃসন্দেহে গর্বের। তারা শুধু নিজেরাই
নয়, পুরো কুমিল্লাবাসীকেই গর্বিত করেছে। তিনি আরও জানান, এর আগেও গত ২৫
আগস্ট রাজধানীতে অনুষ্ঠিত ৯ম সিতোরিউ ওপেন কারাতে-ডো চ্যাম্পিয়ন শিপে এই
ক্লাবের খেলোয়াড়রা ১৫টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও ১৬টি ব্রোঞ্জ পদক অর্জন করে।
পাশাপাশি ২২ সেপ্টেম্বর এসকেএফ আয়োজিত ১ম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল কারাতে
প্রতিযোগিতায় অংশ নিয়ে ৯টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদক লাভ করে
সংগঠনটির খেলোয়াড়রা।
কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের উপদেষ্টা,
মজুমদার টি গার্ডেনের স্বত্বাধিকারী ও কুমিল্লা ড্রাগন কারাতে
অ্যাসোসিয়েশনের সভাপতি তরিকুল ইসলাম তারেক বলেন, প্রায় অর্ধশতাব্দী ধরে
কুমিল্লার এই প্রাচীন ক্রীড়া সংগঠনটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে
কুমিল্লার প্রতিনিধিত্ব করে আসছে। শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যই তার
উজ্জ্বল প্রমাণ। আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আমরা
আশাবাদী।
