নিজস্ব
প্রতিবেদক: আগামী ২৪ জানুয়ারি কুমিল্লায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের
সমাবেশ অনুষ্ঠিত হবে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ‘ডিগবাজি’ মাঠে। এর আগে
সমাবেশটি টাউন হল মাঠে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখা দিলেও শেষ পর্যন্ত তা
সুয়াগাজী মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সে মোতাবেক গতকাল বিএনপি
চেয়ারম্যানের নিরাপত্তা দলের সদস্যরা সুয়াগাজীর মাঠ পরিদর্শন করেন।
পরিদর্শন
শেষে সিএসএফ কর্মকর্তা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত গনিউল আজম বলেন, আমরা এর আগে
কুমিল্লা টাউন হল মাঠ পরিদর্শন করেছিলাম। কিন্তু সেখানে স্থানের অপ্রতুলতা
এবং শহরে যানবাহনের আধিক্যকতার কারণে তারেক রহমানের বহরের ফলে যানজন ও
জনদুর্ভোগের শঙ্কা রয়েছে। সেই বিষয়টি বিবেচনা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
পাশে সুয়াগাজী ডিগবাজি মাঠকে সিলেকশন করা হয়েছে। কুমিল্লার স্থানীয়
নেতৃবৃন্দও এ মাঠ পছন্দ করেছেন আমাদের সাথে একমত হয়েছেন। আমরা আশা করছি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা সফল হবে এবং মানুষও এ জায়গাটা
পছন্দ করবে।
এসময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর
রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুসহ নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর
রহমান মাহমুদ ওয়াসিম বলেন, “তারেক রহমানের আগমন কুমিল্লার রাজনীতিতে নতুন
উদ্দীপনা সৃষ্টি করবে এবং নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বাড়াবে।”
