শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬
৩ মাঘ ১৪৩২
মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারাল নিউজিল্যান্ড
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১২:৩১ এএম আপডেট: ১৬.০১.২০২৬ ১:২৪ এএম |


   মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারাল নিউজিল্যান্ড

ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লড়াই করেও শেষ পর্যন্ত হেরেছিল নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে এসে ঠিকই জয়ের দেখা পেল কিউইরা। রাজকোটে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল মাইকেল ব্রেসওয়েলের দল।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৪ রান করে ভারত। দলের হয়ে অপরাজিত সেঞ্চুরি করেন লোকেশ রাহুল। জবাবে খেলতে নেমে ৪৭ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
২৮৫ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা খুব একটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ১৬ রান করে ডেভন কনওয়ে সাজঘরে ফিরলে ভাঙে ২২ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার হেননিকোলস করেছেন মাত্র ১০ রান।
৪৬ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন উইল ইয়াং ও ড্যারিল মিচেল। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে ১৬২ রান যোগ করে দলকে জয়ের ভিত গড়ে দেন। দারুণ ব্যাটিং করলেও সেঞ্চুরি হাতছাড়া করেছেন ইয়াং। তার ব্যাট থেকে এসেছে ৮৭ রান।
ইয়াং মিস করলেও ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন মিচেল। ১১৭ বলে অপরাজিত ১৩১ রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার। এ ছাড়া ২৫ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন গ্লেল ফিলিপস।
এর আগে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় ভারত। উদ্বোধনী জুটিতে আসে ৭০ রান। ৩৮ বলে ২৪ রান করে আউট হন রোহিত শর্মা। এদিকে ফিফটির দেখা পেয়েছেন আরেক ওপেনার শুবমান গিল। সাজঘরে ফেরার আগে করেন ৫৬ রান।
ব্যাট হাতে খুব বেশি সুবিধা করতে পারেননি বিরাট কোহলি। তার ব্যাট থেকে আসে ২৯ বলে ২৩ রান। আর মাত্র ৮ রান করেই ফেরেন শ্রেয়াস আইয়ার।
এরপর রবীন্দ্রো জাদেজা ও নিতিশ কুমার রেড্ডিকে সঙ্গে নিয়ে দলীয় স্কোর বড় করতে থাকেন উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুল। আপনতালে খেলতে থাকা এই ব্যাটার ফিফটির পর ব্যক্তিগত সেঞ্চুরিও তুলে নেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১২ রানে। মাত্র ৯২ বলে খেলা তার এই ইনিংসটি ১১টি চার ও একটি ছয়ে সাজানো। এ ছাড়া জাদেজা ২৭, নিতিশ ২০ ও হারসিত রানা ২ রান করেন। আর ২ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ সিরাজ।
নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার ক্রিস্টিয়ান ক্লার্ক। সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার।



 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় বিএনপির বিদ্রোহ প্রশমনে তারেক রহমানের হস্তক্ষেপ
কর্মসংস্থানের মাধ্যমে কুমিল্লাকে এগিয়ে নিতে চাই- দ্বীন মোহাম্মাদ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বিএনপির বিদ্রোহ প্রশমনে তারেক রহমানের হস্তক্ষেপ, সমন্বয়কের দায়িত্ব পেলেন হাজী ইয়াছিন
কুমিল্লায় আসছেন তারেক রহমান
দাউদকান্দিতে স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা
ঋণ পরিশোধ করেছেন মঞ্জুরুল মুন্সী, মামলা নিষ্পত্তির নির্দেশ
ঘাতক স্বামী চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২