কুমিল্লার
বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ফকির বাজার আল- মদিনা নূরানী হাফেজিয়া
মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়ার
মাহফিল অনুষ্ঠিত।
১৩ জানুয়ারি (মঙ্গলবার) রাতে অনুষ্ঠিত মাহফিলে প্রধান
বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমেদ্বীন পীরে তরিকত শায়খ আল্লামা
আবু ছুফিয়ান খাঁন আবেদী আল কাদরী,কো- চেয়ারম্যান,আহলে সুন্নাত ওয়াল জমা'আত
ও প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
প্রধান আকর্ষণ ছিলেন শায়খ আল্লামা সাইয়্যিদ মাখদুম শাহ্ আল মাদানী,ইমামে রাব্বানী দরবার শরীফ, হাজীগঞ্জ, চাঁদপুর।
হাজী
আব্দুল কাদের (কাঞ্চনপুর) এর সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক
হাজী মোঃ মোস্তফা কামালের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাহফিলে ওয়াজ
ফরমান, মুফতি কাজী আবদুর রশিদ জামী, মাওঃ মুফতি কাজী মোস্তাফিজুর রহমান
বাশারী, হাফেজ মাওলানা গোলাম মোঃ কাউছার সুন্নি আল কাদরী, হাফেজ মাওলানা
আলী আজগর আলী কাদরী।
উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র
সহ-সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং উপজেলা
যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন, প্রেস ক্লাবের সহ সাংগঠনিক
সম্পাদক সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক মোঃ শরীফুল ইসলাম
সুমনসহ আরো অনেকে।
উক্ত মাহফিলে আল-মদিনা নূরানী হাফেজিয়া মাদ্রাসার ৬
জন হাফেজে কোরআনকে পাগড়ী প্রদান করা হয়। হাফেজগণ হলেন মুহাম্মদ আদনান
হাবীব, মোঃ ফয়সাল, আব্দুল কাদের, মোঃ আরাফাত রহমান, মোঃ সামির ও মোঃ রকিবুল
ইসলাম।
