কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি
মনোনীত ধানের শীষের প্রার্থী জসিম উদ্দিন জসিমের পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক
অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল
ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গঙ্গানগর এলাকায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও
সহযোগী সংগঠনের উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার
মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি পেয়ারুল
ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা
বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন
শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
শশীদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু, ইউনিয়ন কৃষক
দলের সভাপতি আব্দুল মালেক মেম্বার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো.
ওয়াসিম, আলমাস সরকার ও ওয়াদুদ রনি। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা মো. হারেজ,
যুবদল নেতা মো. সেলিম, ছাত্রদল নেতা পারভেসসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের
বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে বক্তারা বলেন,
গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনে ধানের
শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
