কুমিল্লার
মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীকাইল সরকারি কলেজে দ্বাদশ শ্রেণীর
শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২৬ কে সামনে
রেখে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে
অধ্যক্ষ এ বি এম শিহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
শ্রীকাইল
সরকারি কলেজের প্রভাষক মোঃ ফয়েজ আহমেদের সঞ্চালনায় সমাবেশে আমন্ত্রিত
বক্তারা শিক্ষার পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ
দিকনির্দেশনা প্রদান করেন। সমাবেশে বক্তব্য রাখেন, প্রভাষক মোঃ শফিকুল
ইসলাম ও প্রভাষক মোঃ কামরুল হাসান মিকাইল। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য
রাখেন, হারুনুর রশিদ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে এনামুল হক ও মোঃ জুয়েল।
সভাপতির
বক্তব্যে অধ্যক্ষ এ বি এম শিহাবুদ্দিন আহমেদ বলেন, "শিক্ষার্থীদের ভালো
ফলাফলের জন্য শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।" বক্তারা
উল্লেখ করেন, শিক্ষকদের পাশাপাশি পরিবার থেকে শিক্ষার্থীদের ওপর সচেতনতা
বৃদ্ধি করতে হবে। বিশেষ করে কলেজ চলাকালীন এবং বাড়িতে পড়ার সময়ে
শিক্ষার্থীরা যেন পড়াশোনা ছেড়ে অন্য কোনো কিছুতে লিপ্ত না হয়, সেদিকে
অভিভাবকদের কড়া নজর রাখতে হবে।
সমাবেশে আসন্ন টেস্ট পরীক্ষায় সকল
শিক্ষার্থীর অংশগ্রহণ বাধ্যতামূলক করার পাশাপাশি প্রতিটি বিষয়ে উত্তীর্ণ
হওয়ার ওপর কঠোর গুরুত্বারোপ করা হয়। শিক্ষার মান অক্ষুন্ন রাখতে কলেজের
সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ অভিভাবকদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিপুল সংখ্যক অভিভাবক এবং ২০২৬
সালের এইচএসসি পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
