
ব্রাজিলেন
পালমেইরাসের একাডেমি থেকে উঠে আসা ১৬ বছর বয়সী ফরোয়ার্ড এডুয়ার্দো
কনসেইসাও ব্রাজিলিয়ান ফুটবলে নতুন আলোচনার নাম। কোপা সাও পাওলোতে এক ম্যাচে
চার গোলের সঙ্গে দুটি অ্যাসিস্ট করে তিনি শুধু ম্যাচই জেতাননি, ইউরোপের
ক্লাবগুলোর নজরও কেড়েছেন।
এই পারফরম্যান্সের পর ইউরোপের একাধিক শীর্ষ
ক্লাব কনসেইসাওকে পর্যবেক্ষণে রেখেছে। স্প্যানিশ দৈনিক স্পোর্ট এর
প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতের সম্ভাব্য বিনিয়োগ হিসেবে তাকে নিবিড়
পর্যবেক্ষণে রেখেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা।
২০২৬ সালের
শুরুতেই উঠে আসা প্রতিভাবানদের একজন হিসেবে বিবেচিত কনসেইসাওয়ের মূল শক্তি
তার টেকনিক, ড্রিবলিং ও গোলের সামনে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।
আক্রমণভাগের সব পজিশনে খেলতে পারা এই ফরোয়ার্ড বয়সের তুলনায় শারীরিকভাবেও
পরিণত। ১৬ বছরেই তার উচ্চতা ১.৮০ মিটার এবং নিয়মিতই খেলছেন নিজের চেয়ে বয়সে
বড় ফুটবলারদের বিপক্ষে।
পালমেইরাস তার প্রতিভার মূল্য বুঝেই গত
ডিসেম্বরে কনসেইসাওকে প্রথম পেশাদার চুক্তিতে বেঁধে রেখেছে। ২০২৯ সাল
পর্যন্ত করা সেই চুক্তি স্পষ্ট করে দেয়, ক্লাবটি তাকে ভবিষ্যতের বড় সম্পদ
হিসেবেই দেখছে।
এখন দেখার বিষয়, ব্রাজিলের বিস্ময় বালক কত দ্রুত সময়ের মধ্যে ইউরোপীয় ফুটবলের বড় মঞ্চে জায়গা করে নিতে পারেন।
