নবম রাউন্ড শেষে তিন জনের পয়েন্ট সমান হওয়ায় টাইব্রেকিংয়ে সেরা হন মনন রেজা নীড়।
ফিদে রেটিং দাবায় সেরা মনন
দুই
ইন্টারন্যাশনাল মাস্টার মনন রেজা নীড় ও ফাহাদ রহমান এবং ক্যান্ডিডেট
মাস্টার সাজিদুল হকের নবম রাউন্ড শেষে পয়েন্ট হলো সমান সাড়ে ৭ করে।
টাইব্রেকিংয়ে মনন হলেন সেরা। ফাহাদ ও সাজিদুল যথাক্রমে হলে দ্বিতীয় ও
তৃতীয়।
বাংলাদেশ দাবা ফেডারেশনে বিসিএফ ওপেন ফিদে রেটিং দাবায় নবম রাউন্ডে মনন ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে হারান।
সাজিদুল
জিতেন ফিদে মাস্টার সেখ নাসির আহমেদের বিপক্ষে আর ফাহাদ ড্র করেন ফিদে
মাস্টার সুব্রত বিশ্বাসের সাথে। তাতে তিন জনের পয়েন্ট সমান হলে
টাইব্রেকিংয়ে নির্ধারিত হয় প্রতিযোগিতার ফল।
