
কয়েক
বছর ধরে আর্থিক সংকটে ভুগছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক পেসার শাহিন
আলম। পারিবারিক অস্বচ্ছলতার কারণে খেলাটাও চালিয়ে যেতে পারছেন না তিনি।
আগেই তার সতীর্থদের পক্ষ থেকে ও বিসিবি শাহিনের পাশে দাঁড়ানোর ঘোষণা
দিয়েছিল। এবার এই পেসারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বিসিবি।
আজ
(মঙ্গলবার) বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শাহিন আলমের হাতে আর্থিক
সহায়তা হিসেবে ৫ লাখ টাকার একটি চেক তুলে দেন। চেক হস্তান্তরের সময়
উপস্থিত ছিলেন বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, বিসিবি
পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং
প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
২০২০ সালে দক্ষিণ
আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা
অর্জনে শাহিন আলম ছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তবে বিশ্বকাপ জয়ের
পর থেকে তিনি এইচপি ক্রিকেটের সীমা ছাড়িয়ে আর উপরে উঠতে পারেননি। নিজের
ইনজুরি ও বাবা-মায়ের অসুস্থতা মিলিয়ে আর্থিক সংকটে শাহিনের পরিবার।
কয়েক
বছর ধরে চোটের টানাপোড়েন, পারিবারিক অস্বচ্ছলতা মিলিয়ে ক্রিকেট থেকেই দূরে
হারিয়ে গেছেন শাহিন। মূলত ইনজুরির কারণে দীর্ঘ দুই বছর মাঠের বাইরে ছিলেন
তিনি। সর্বশেষ ডিপিএলে সুস্থ হয়ে মাঠে ফিরে খেলেছেন মোটে ৩ ম্যাচ। চলমান
প্রথম বিভাগ ক্রিকেটে খেলতে চেয়েছিলেন শাহিন, কিন্তু বেশ কিছু ক্লাব লিগ
বর্জন করায় সুযোগ মেলেনি তারও। এর মধ্যে বাবা-মায়ের অসুস্থতা, আর্থিক
অনটনসহ নানান চাপের মুখে তিনি।
