মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬
৩০ পৌষ ১৪৩২
ভোটে নারী প্রার্থী ‘৪%’, উদ্বেগ সামাজিক প্রতিরোধ কমিটির
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১:২৫ এএম |


ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রাথীর সংখ্যা ‘অশানুরূপ না হওয়ায়’ ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে নারী, মানবাধিকার ও উন্নয়ন বিষয়ক ৭১টি সংগঠনের প্ল্যাটফর্ম— সামাজিক প্রতিরোধ কমিটি।
সোমবার কমিটির বিবৃতিতে বলা হয়, এবার ২ হাজার ৫৬৮ জন প্রার্থীর মধ্যে ১০৯ জন, অর্থাৎ ৪ দশমিক ২৪ শতাংশ নারী রয়েছেন, যা নারী-পুরুষের সংখ্যার অনুপাতে ‘বিশাল ভারসাম্যহীন চিত্র’।
‘বিস্ময় প্রকাশ’ করে প্ল্যাটফর্মটি বলছে, অধিকাংশ রাজনৈতিক দল থেকে কোনো নারীকেই মনোনয়ন দেওয়া হয়নি।
“এমনকি যে রাজনৈতিক দল তাদের নেতৃত্বের ৪০ ভাগ নারী বলে প্রকাশ্যে দাবি করেছে, তাদের দল থেকেও কোনো নারীকে মনোনয়ন দেওয়া হয়নি।”
যে ১০৯ জন নারী নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদের মধ্যে ৭২ জনকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, বাকি ৩৭ জন স্বতন্ত্র প্রার্থী।
এই হিসাব তুলে ধরে সামাজিক প্রতিরোধ কমিটি বলেছে, ক্ষমতার কাঠামোতে নারীর অংশগ্রহণ ‘এখনও একটি বড় চ্যালেঞ্জ’।
“একটি প্রতিকূল পরিবেশে প্রতিটি পদক্ষেপে লড়াই করে নারীকে রাজনৈতিক অঙ্গনে জায়গা করে নিতে হয়। অনেক বিধিনিষেধ ও চ্যালেঞ্জ সত্ত্বেও অর্থনীতি ও জাতীয় উন্নয়নে নারীর অংশগ্রহণ যতটা পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হতে পেরেছে, রাজনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ রাজনৈতিক দলগুলোর কাছে ততোটা গুরুত্ব পায়নি।”
সমাজে ‘নারীবিদ্বেষী সংস্কৃতি যেভাবে চলমান’, সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারীরা নির্বাচনে অংশগ্রহণে ‘শঙ্কা বোধ করছেন’ মন্তব্য করে বিবৃতিতে বলা হয়, “এটি সমাজে পুরুষতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চিত্রের প্রতিফলন এবং একইসঙ্গে পুরুষতান্ত্রিক রাজনীতি টিকিয়ে রাখার একটি কৌশল।”
এ অবস্থায় নির্বাচনি রাজনীতিতে নারীর দৃশ্যমান অংশগ্রহণের লক্ষ্যে সকল রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক প্রতিরোধ কমিটি বলছে, “একটি গণতান্ত্রিক, সমতাপূর্ণ সমাজ কাঠামো তৈরী করতে হলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ এবং রাষ্ট্র পরিচালনায় নারীর সমঅংশীদারত্ব নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”
আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। মনোনয়নপত্র জমার পর বাছাইয়ে ১৮৪২ জন বৈধ প্রার্থী ছিলেন।
শনি ও রোববার নির্বাচন কমিশনের আপিল শুনানির প্রথম দুইদিনে ১০৯ জনের প্রার্থিতা ফিরে পান; আর বৈধতা হারান একজন প্রার্থী। ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত বৈধ প্রার্থী দাঁড়িয়েছে ১ হাজার ৯৫০ জন।
এবার ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। ১৭ জানুয়ারির মধ্যে শুনানি শেষ হওয়ার কথা রয়েছে।
তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। পরদিন চূড়ান্ত প্রার্থী নির্ধারিত হবে এবং প্রতীক বরাদ্দ হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
গরু ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে পিতাকে পিটিয়ে হত্যা
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের পায়তারা
বুড়িচংয়ে ৭ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা
কুমিল্লা-৬ আসনে গণসংযোগ ও আধিপত্য বিরোধী জনসচেতনতা কর্মসূচিতে কাজী দ্বীন মোহাম্মাদ
ওমরা পালনে সৌদি আরব গেছেন বিএনপির প্রার্থী জসিম উদ্দিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কুমিল্লার আরো তিনজন
হাজী ইয়াছিন কাকা রাজনীতিতে জুনিয়র এমন কথা বলিনি -সায়মন
বুড়িচংয়ে চাচাতো ভাইয়ের হামলায়অন্তঃসত্ত্বা বোন নিহত
লালমাই পাহাড়ে পর্যটন উন্নয়ন হলে বদলে যাবে কুমিল্লার অর্থনীতি-কাজী দ্বীন মোহাম্মাদ
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের পায়তারা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২