রাজধানীতে
অভিযান চালিয়ে পাঁচ চীনা নাগরিক, টেলিগ্রাম প্রতারক চক্রের সদস্যসহ আটজনকে
গ্রেফতার করেছে ডিবি। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন অপারেটরের ৫০ হাজার
সিম ও অবৈধ ভিওআইপি সামগ্রী জব্দ করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি)
ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়। তবে, কোথায়, কখন ও কাদের
কাদের গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট করে জানানো হয়নি। এ বিষয়ে আগামীকাল
মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত
জানানো হবে বলে জানানো হয়েছে।
ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার
মুহাম্মদ তালেবুর রহমান বলেনন, “বিভিন্ন অপারেটরের ৫০ হাজারেরও বেশি সিম,
মোবাইল ফোন ও বিপুল পরিমাণ ভিওআইপি সামগ্রী জব্দ করেছে ডিবি। এ সময় পাঁচ
চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের আট সদস্যকেও গ্রেফতার করা হয়।”
