কুমিল্লার
লাকসামে অবস্থিত জামেয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার পুরস্কার
বিতরণ ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার (১১জানুয়ারী) বাদ এশা মাদরাসা
মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্রগ্রাম জামিয়া
ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসার পরিচালক ও পীর আল্লামা শাহ ছালাহ
উদ্দিন নানুপুরী।
এসময় তিনি বলেন -মহান আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে
মর্যাদাবান মানুষ হলো তালেবে এলেমরা।পৃথিবীর সকল সৃষ্টিকুল সকল সময় দোয়া
করতে থাকে তাদের জন্য। আমরা এ সকল তালেবে এলেমদের সাথে সুসম্পর্ক রাখবো।
তিনি
বলেন -জামেয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার শিক্ষা কারিকুলাম
নানুপুর মাদরাসার আদলে পরিচালিত হয়ে আসছে।তিনি মাদরাসাটির পড়ালেখাসহ
সামগ্রিক অগ্রযাত্রায় সন্তুষ্টি প্রকাশ করেন।
প্রধান অতিথি লাকসাম পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মফিজুর রহমান।
জামেয়া
ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও নাছির
উদ্দীন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. নাছির উদ্দিন মজুমদারের
সভাপতিত্বে এবং জামেয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার মোহতামিম ও
নাছির উদ্দীন ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ এর
সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন লাকসাম জামেয়াতুল আবরার আল ইসলামিয়া
মাদরাসার মোহতামিম মাওলানা মো.আবু ইউসুফ, লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো.আবদুল হান্নান, ধানমন্ডি মধুবাজার জামে
মসজিদের খতিব মাওলানা মো.নুরুল আমিন প্রমুখ।
পরে মাদরাসার সকল শ্রেনী ও
শাখার মেধাবীদের হাতে পুরুস্কার তুলে দেন এবং নবাগত শিক্ষাবর্ষের
শিক্ষার্থীদের সবক দিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
