
বাংলাদেশের
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের দাবিকে প্রত্যাখ্যান করল
আইসিসি। ভারতে খেলতে এলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি আছে এমন কোনো চিঠি
বাংলাদেশি ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দেওয়া হয়নি বলে এক সূত্রের বরাত দিয়ে
জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে।
ভারতে নিরাপত্তা নিয়ে আজ
বাফুফে ভবনের সামনে সাংবাদিকদের উদ্বেগের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা
আসিফ নজরুল। নিরাপত্তা ইস্যুতে আইসিসি বাংলাদেশকে তিনটি শঙ্কার কথা উল্লেখ
করে চিঠি দিয়েছে বলে জানান তিনি।
তিনি বলেছেন, ‘প্রথমত, বাংলাদেশ দলে
যদি মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয়ত, বাংলাদেশের
সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন। আর তৃতীয়ত, বাংলাদেশে জাতীয়
নির্বাচন যত এগিয়ে আসবে, তত দলের নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি পাবে।’
আসিফ নজরুলের এই মন্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
তার
মন্তব্যের জেরে আইসিসি জানিয়েছে, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশকে কোনো চিঠি
দেয়নি তারা। এক সূত্রের বরাত দিয়ে এমনটাই নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম
ইন্ডিয়া টুডে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সেই
কর্মকর্তা নিশ্চিত করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিরাপত্তা
শঙ্কা নিয়ে কোনো চিঠি দেওয়া হয়নি। সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ভেন্যু
সরানোর অনুরোধের জবাবও দেয়নি আইসিসি।
ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসির
কাছ থেকে বিসিবিও কোনো চিঠি পায়নি বলে এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে তারা।
বিবৃতিতে বিসিবি লিখেছে, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আজ যে চিঠি
উদ্ধৃত করেছেন, তা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের জন্য
হুমকির মূল্যায়ন সম্পর্কিত বিসিবি এবং আইসিসির নিরাপত্তা বিভাগের
অভ্যন্তরীণ এক যোগাযোগ। ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের জন্য
বিসিবির অনুরোধের প্রতি আইসিসির আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া নয় এটি। এই
বিষয়ে আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে
বিসিবি।’
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোও নিশ্চিত করেছে এ রকম কোনো কিছুই নাকি বলা হয়নি।
তারা
জানিয়েছে, আসিফ নজরুলের দাবিগুলোকে স্ট্যান্ডার্ড কন্টিনজেন্সি পরিকল্পনা
এবং কাল্পনিক পরিস্থিতির ভুল ব্যাখ্যা হিসাবে দেখছে আইসিসি। মূল্যায়নে এমন
কোনো পরামর্শ নেই, আইসিসি খেলোয়াড় নির্বাচনের বিষয়ে শর্ত আরোপ করছে।
ভক্তদের টি-শার্ট পরে ঘোরাফেরা না করার নির্দেশ দিচ্ছে, অথবা বাংলাদেশের
নির্বাচন স্থগিত করা উচিত।
আসিফ নজরুলের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদারও। তিনি ফেসবুক স্ট্যাটাসে
লিখেছেন, ‘ক্রীড়া উপদেষ্টা আইসিসির যোগাযোগের যে কথা বলেছেন, সেটা আসলে
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে হুমকি পর্যালোচনায় আইসিসির একটি
আন্তঃবিভাগীয় নোট। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে নিয়ে যেতে যে অনুরোধ
করেছে বাংলাদেশ, তা আইসিসির পাঠানো কোনো জবাব নয়।’
