মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬
৩০ পৌষ ১৪৩২
মার্টিনেল্লির হ্যাটট্রিকে চতুর্থ রাউন্ডে আর্সেনাল
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১:০০ এএম |



 মার্টিনেল্লির হ্যাটট্রিকে চতুর্থ রাউন্ডে আর্সেনাল


গ্যাব্রিয়েল মার্টিনেল্লির দুর্দান্ত হ্যাটট্রিকে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠে গেল আর্সেনাল। রবিবার রাতে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা গানাররা দ্বিতীয় স্তরের দল পোর্টসমাউথকে ৪-১ গোলে হারিয়ে নিশ্চিত করে শেষ ষোলোতে তাদের জায়গা।
আর্সেনালের জার্সিতে এটি মার্টিনেল্লির প্রথম হ্যাটট্রিক। সপ্তাহের মাঝামাঝি সময়ে লিভারপুল ম্যাচে কনর ব্র্যাডলির চোট নিয়ে আচরণের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তবে সব বিতর্ক পেছনে ফেলে এফএ কাপে নিজের গোলগুলো করে সপ্তাহটা রাঙিয়ে দিলেন তিনি।
ম্যাচের শুরুতেই চমক দেখায় পোর্টসমাউথ। ফ্রাটন পার্কে মাত্র তিন মিনিটেই দলকে এগিয়ে দেন কলবি বিশপ। কেপা আরিসাবালাগার সেভ থেকে ফিরে আসা বল জালে পাঠিয়ে স্টেডিয়ামে উত্তেজনার পারদ চড়ান তিনি। তবে সেই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। মাত্র পাঁচ মিনিট পরই সেট-পিস সামলাতে ব্যর্থ হয়ে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন আন্দ্রে দোজেল। তাতে ম্যাচে ফেরে আর্সেনাল।
২৫ মিনিটে ননি মাদুয়েকের কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন মার্টিনেল্লি। এর কিছুক্ষণ পর কাছ থেকে শট নিয়ে পোস্টে বল লাগান তিনি। বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোলের সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট হন মাদুয়েকে। যার ফলে প্রথমার্ধ শেষ হয় আর্সেনালের এক গোলের লিড নিয়ে।
দ্বিতীয়ার্ধে অবশ্য আর কোনো সংশয় রাখেনি গানাররা। গ্যাব্রিয়েল জেসুসের চোখধাঁধানো পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান মার্টিনেল্লি। পরে আরেকটি সেট-পিস থেকেই হেডে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। চলতি মৌসুমে কর্নার থেকে এটি আর্সেনালের ১৭তম গোল। যা সেট-পিসে তাদের আধিপত্যের আরেকটি প্রমাণ।
ম্যাচ শেষে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন, “আমরা যেভাবে শুরু করতে চাইনি ঠিক সেভাবেই ম্যাচটা শুরু হয়েছিল। ওদের আত্মবিশ্বাস আর গতি পেয়ে বসেছিল। তবে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটাই সবচেয়ে ইতিবাচক।”
এদিন শুরুর একাদশে ১০টি পরিবর্তন এনেছিলেন আর্তেতা, তবু জয়ের ধারায় কোনো ছেদ পড়েনি। চারটি প্রতিযোগিতাতেই এখন শিরোপার লড়াইয়ে আছে আর্সেনাল। বুধবার লিগ কাপের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ চেলসি।
এদিন এফএ কাপের অন্যান্য ম্যাচে অতিরিক্ত সময়ে কুইন্স পার্ক রেঞ্জার্সকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের হতাশা ভুলেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। নতুন সাইনিং ভ্যালেন্তিন কাস্তেয়ানোস জয়সূচক গোলটি করেন। লিডস ইউনাইটেড ৩-১ গোলে হারায় ডার্বি কাউন্টিকে, আর তৃতীয় স্তরের ম্যান্সফিল্ড টাউন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডকে তাদের মাঠেই ৪-৩ ব্যবধানে চমকে দেয়। 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
গরু ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে পিতাকে পিটিয়ে হত্যা
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের পায়তারা
বুড়িচংয়ে ৭ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা
কুমিল্লা-৬ আসনে গণসংযোগ ও আধিপত্য বিরোধী জনসচেতনতা কর্মসূচিতে কাজী দ্বীন মোহাম্মাদ
ওমরা পালনে সৌদি আরব গেছেন বিএনপির প্রার্থী জসিম উদ্দিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কুমিল্লার আরো তিনজন
হাজী ইয়াছিন কাকা রাজনীতিতে জুনিয়র এমন কথা বলিনি -সায়মন
বুড়িচংয়ে চাচাতো ভাইয়ের হামলায়অন্তঃসত্ত্বা বোন নিহত
লালমাই পাহাড়ে পর্যটন উন্নয়ন হলে বদলে যাবে কুমিল্লার অর্থনীতি-কাজী দ্বীন মোহাম্মাদ
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের পায়তারা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২