রোববার ১১ জানুয়ারি ২০২৬
২৮ পৌষ ১৪৩২
ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা করা হলে জনগণই রুখে দাঁড়াবে-কাজী দ্বীন মোহাম্মদ
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১:২৫ এএম আপডেট: ১০.০১.২০২৬ ১:৫৮ এএম |

  ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা  করা হলে জনগণই রুখে  দাঁড়াবে-কাজী দ্বীন মোহাম্মদ
ভোটাধিকার বঞ্চিতরা কেন্দ্র পাহারা দেবে দখলের অপচেষ্টা করা হলে জনগণই রুখে দাঁড়াবে,এ ভাবেই সাধারন মানুষদের সাহস যোগিয়ে কথা বলছেন এমপি প্রার্থী দ্বীন মোহাম্মদ, তিনি কুমিল্লা-৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী শুক্রবার (৯ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকাল চারটায় মহানগরীর ৪ নং ওয়ার্ডের কাপ্তান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াত নেতা এমদাদ হোসেনের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরীর আমীর ও সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ।
এসময় উপস্থিত ছিলেন এনসিপির নেতা মোঃ ইফতেখারুল, আমানউল্লাহ আমান, ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোঃ মনির হোসেন, অধ্যাপক মজিবুর রহমান, ভিপি মুজিবুর রহমান, কাজী গোলাম কিবরিয়া, নাজমুল হাসান ও মোঃ নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এরপর জগন্নাথপুর ইউনিয়নের বাজগড্ডায় অনুষ্ঠিত অন্য একটি উঠান বৈঠকে তিনি বক্তব্য রাখেন। পরে বালুতোফায় নারীদের অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। দিনশেষে চাপাপুরে এক সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দিনের কর্মসূচি শেষ করেন।
বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, দেশের ৫৫ বছরে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। সুন্দর, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে রাজনৈতিক ও সামাজিক ঐক্যের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, “যদি দেশকে উন্নত করতে চাই তাহলে দুর্নীতি বন্ধ করতে হবে। রাষ্ট্রের সম্পদ ও জনগণের সম্পদ রক্ষা করা অপরিহার্য। সেই দায়িত্ব আমরা নিতে চাই।”
গণসংযোগে তিনি আরও জানান, কৃষি ও কৃষকদের প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে প্রদানের উদ্যোগ নেওয়া হবে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ‘ইনসাফের বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে কাজ করা হবে।
এছাড়া তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। এবার সবাই ভোট কেন্দ্রে যাবে। ভোট দখলের অপচেষ্টা করা হলে জনগণই প্রতিরোধ করবে।”
অন্যদিকে, সালমানপুর যুবসমাজের উদ্যোগে আয়োজিত এক পিকনিকেও অংশ নেন তিনি।





















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নতুন কমিটি
চৌদ্দগ্রামে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত সৃষ্টিতে জামায়াতের যুব ম্যারাথন
ব্রাহ্মণবাড়িয়ায় ‘পর্যটন উন্নয়নে সংবাদ কর্মীদের ভূমিকা শীর্ষক’ কর্মশালা
মনোহরগঞ্জে হাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসার ২১তম বার্ষিক খতমে কোরআন ও দোয়ার মাহফিল
বুড়িচং মোকাম সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনের সহধর্মিণীর ইন্তেকাল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘দুর্ঘটনার আগে বাস চালকের সঙ্গে যাত্রীদের ঝগড়া হয়’
তরুণদের ভাবনা ও প্রস্তাবনা নিয়ে হাজী ইয়াছিনের সেমিনার
দগ্ধ ৪ জনের মৃত্যু
বুড়িচংয়ে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২