কুমিল্লার
লালমাই উপজেলায় আবদুল বাসেত মজুমদার ট্রাস্টের উদ্যোগে শীতার্ত ও দুস্থ
মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দেশের প্রথিতযশা আইনজীবী মরহুম আবদুল
বাসেত মজুমদারের গ্রামের বাড়ি উপজেলার শানিচোঁতে মানবিক সহায়তার অংশ
হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার
বিভিন্ন এলাকার অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এ উদ্যোগ সাধারণ মানুষের কষ্ট লাঘবে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান মরহুম আবদুল বাসেত মজুমদার এর কন্যা
অধ্যাপক ডা : খাদিজা আক্তার ঝুমা। তিনি বলেন প্রতিবছর আমরা শীতার্তদের
কম্বল সহ বিভিন্ন সময়ে ট্রাস্টের উদ্যোগে মানুষকে সহায়তা দিয়ে থাকি। তিনি
পিতার আত্মার মাগফেরাতে সকলের নিকট দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন শানিচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো : এনামুল হক, ভুলু মিয়া প্রমুখ।
