কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলায় এক ইউপি মেম্বারকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায়
পাঁচ লক্ষ টাকা মূল্যের তিনটি গাভী গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত ৫
জানুয়ারি উপজেলার শশীদল ইউনিয়নের দেউস এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে জরুরি সেবা
৯৯৯-এ ফোন পেয়ে ব্রাহ্মণপাড়া পুলিশ অভিযান চালিয়ে গাভীগুলো উদ্ধার করে। এ
ঘটনায় ভুক্তভোগী তাজুল ইসলাম তজু মেম্বার ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত
অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে এজাহারনামীয় অভিযুক্তরা হলেন, ব্রাহ্মণপাড়া
উপজেলার চান্দলা (চারাধারী) এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ বাবু মিয়া
(৩০), জদু মিয়ার ছেলে নুর মোহাম্মদ (২০), কুমিল্লা কোতোয়ালি থানার দিঘীরপাড়
গ্রামের মোকবুল হোসেনের ছেলে মাজহারুল ইসলাম (১৯), চান্দলা (চারাধারী)
এলাকার আ. মন্নানের ছেলে মোঃ মারুফ (২০), হেবজু মিয়ার ছেলে মোঃ নাইম (১৯),
সুলতানের ছেলে মোঃ জসিম (৪২)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।
এজাহার সূত্রে ও
তাজুল ইসলাম তজু মেম্বার জানান, জদু মিয়া বিদেশে লোক নেওয়ার কথা বলে
অভিযুক্ত বাবু মিয়ার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেন। পরে
বিদেশে পাঠাতে ব্যর্থ হলে টাকা ফেরতের জন্য এলাকাবাসী আমার কাছে বিচার
দেন।আমি এলাকার মেম্বার হিসেবে তাদের এ ঝামেলা শেষ করতে বলি। এ বিষয়ে আমার
প্রতি ক্ষিপ্ত হয়ে বাবু মিয়া দলবল ও দেশীয় অস্ত্র নিয়ে আমাকে ও আমার
স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে আমার গরুর খামার থেকে তিনটি গাভী গরু
জোরপূর্বক নিয়ে যায়।
পরবর্তীতে আমি জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে
ব্রাহ্মণপাড়া থানার এসআই সুজন কুমার আশ্চর্য সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে
পৌঁছে অভিযান চালিয়ে গাভী গরু তিনটি উদ্ধার করেন।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া
থানার এসআই সুজন কুমার আশ্চর্য বলেন, মামা-ভাগিনার মধ্যে পাওনা টাকা নিয়ে
দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই ভাগিনা বাবু মিয়া মামার
খামার থেকে তিনটি গাভী নিয়ে যায়। ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর দ্রুত অভিযান
চালিয়ে গাভীগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত
অভিযোগ দায়ের করা হয়েছে।
