শুক্রবার ৯ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২
প্রতিশোধের ম্যাচেও সিলেটের কাছে হারলো ঢাকা
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১:৩০ এএম আপডেট: ০৯.০১.২০২৬ ২:৪৫ এএম |




   প্রতিশোধের ম্যাচেও সিলেটের কাছে হারলো ঢাকা
সিলেট টাইটান্সের বিপক্ষে আগের দেখায় ৬ রানের ব্যবধানে হেরেছিল ঢাকা ক্যাপিটালস। প্রতিশোধের ম্যাচে শুরুতে জয়ের আশা দেখিয়েছিল তারা। তবে মাঝে ছন্দ হারিয়ে এবার হারলো আরও বড় ব্যবধানে। 

১৮ ওভার শেষে সিলেটের রান ছিল ৫ উইকেটে ১৩৫। উইকেটে তখন মঈন আলী ও ইথান ব্রুকস। দুজনের কেউই রানের খাতা খোলেননি। এমন সময়ে মঈনের সামনে ঢাকা মিঠুন বোলিংয়ে নিয়ে আসেন স্পিনার নাসিরকে। অথচ তখনো সাইফউদ্দিন ও তাসকিনের ওভার বাকি।
এই ওভারে মঈন নেন ২৮ রান। এবারের বিপিএলে সবচেয়ে খরুচে ওভার ছিল এটি। সেই ছন্দ কাজে লাগিয়ে পরের ওভারে সিলেট তোলে ১৭ রান। এই দুই ওভারই ম্যাচের ছন্দ পরিবর্তন করে দেয়।
সিলেটের এই ১৮০ রান তাড়া করতে নেমে ঢাকা তুলতে পারে ১৬০ রান।
অষ্টাদশ ওভারে স্রেফ দুই রান দিয়ে দুই উইকেট। আফগান পেসার জিয়াউর রাহমানের ওভারটি শেষে সিলেটের ইনিংস যেন ছিল দিশাহারা। ঢাকা ম্যাচে ফিরেছিল প্রবলপ্রতাপে। কিন্তু পরের দুই ওভারে ভোজবাজির মতোই বদলে গেল চিত্র। এক ওভারে ২৮ রান নিলেন মইন আলি। শেষ ওভার থেকে এলো আরও ১৭ রান!

শেষ দুই ওভারে ৪৫ রান নিয়ে সিলেটের স্কোর পৌঁছে গেল ১৮০ রানে। এরপর সম্মিলিত পারফরম্যান্সে সেই স্কোরকে জয়ের জন্য যথেষ্ট করে তুলল বোলাররা। আগের দিন হেরে যাওয়া সিলেট এবার স্থানীয় দর্শকদের উল্লাসে মাতিয়ে তুলল দারুণ জয়ে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার আসনে-আসনে বিএনপিতে অস্থিরতা
সংসদ নির্বাচন ও গণভোট কুমিল্লায় ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে
ঋণ খেলাাপীদের ঘুম হারাম করে ছাইড়া দেব : হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লার ১১ আসনে প্রার্থীতা বাতিল ও বৈধতার বিরুদ্ধে ২০ আপিল
কুমিল্লা-১ ও ২ সংসদীয় আসন আগের মতো পুনর্বহালের নির্দেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী ঋণ খেলাপি, নির্বাচন করতে পারবেন না
কুমিল্লার এসপির বিরুদ্ধে জামায়াতের অভিযোগ
কুমিল্লায় ওসমান হাদির গ্রাফিতিতে কালো রঙ লেপন
কুমিল্লার আসনে-আসনে বিএনপিতে অস্থিরতা
কাজ না করেই বিল উত্তোলনের চেষ্টা, প্রকৌশলীকে হুমকি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২