প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১:৩০ এএম আপডেট: ০৯.০১.২০২৬ ২:৪৫ এএম |
সিলেট টাইটান্সের বিপক্ষে আগের দেখায় ৬ রানের ব্যবধানে হেরেছিল ঢাকা ক্যাপিটালস। প্রতিশোধের ম্যাচে শুরুতে জয়ের আশা দেখিয়েছিল তারা। তবে মাঝে ছন্দ হারিয়ে এবার হারলো আরও বড় ব্যবধানে।
১৮ ওভার শেষে সিলেটের রান ছিল ৫ উইকেটে ১৩৫। উইকেটে তখন মঈন আলী ও ইথান ব্রুকস। দুজনের কেউই রানের খাতা খোলেননি। এমন সময়ে মঈনের সামনে ঢাকা মিঠুন বোলিংয়ে নিয়ে আসেন স্পিনার নাসিরকে। অথচ তখনো সাইফউদ্দিন ও তাসকিনের ওভার বাকি।
এই ওভারে মঈন নেন ২৮ রান। এবারের বিপিএলে সবচেয়ে খরুচে ওভার ছিল এটি। সেই ছন্দ কাজে লাগিয়ে পরের ওভারে সিলেট তোলে ১৭ রান। এই দুই ওভারই ম্যাচের ছন্দ পরিবর্তন করে দেয়।
সিলেটের এই ১৮০ রান তাড়া করতে নেমে ঢাকা তুলতে পারে ১৬০ রান।
অষ্টাদশ ওভারে স্রেফ দুই রান দিয়ে দুই উইকেট। আফগান পেসার জিয়াউর রাহমানের ওভারটি শেষে সিলেটের ইনিংস যেন ছিল দিশাহারা। ঢাকা ম্যাচে ফিরেছিল প্রবলপ্রতাপে। কিন্তু পরের দুই ওভারে ভোজবাজির মতোই বদলে গেল চিত্র। এক ওভারে ২৮ রান নিলেন মইন আলি। শেষ ওভার থেকে এলো আরও ১৭ রান!
শেষ দুই ওভারে ৪৫ রান নিয়ে সিলেটের স্কোর পৌঁছে গেল ১৮০ রানে। এরপর সম্মিলিত পারফরম্যান্সে সেই স্কোরকে জয়ের জন্য যথেষ্ট করে তুলল বোলাররা। আগের দিন হেরে যাওয়া সিলেট এবার স্থানীয় দর্শকদের উল্লাসে মাতিয়ে তুলল দারুণ জয়ে।