"দেশীয়
জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি"—এই লক্ষ্যকে সামনে রেখে
কুমিল্লার মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫-এর
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি)
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ
ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় কবি নজরুল মিলনায়তনে এ
অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুরাদনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.
মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান।
প্রধান অতিথির
বক্তব্যে তিনি বলেন, "আমিষের চাহিদা পূরণ ও গ্রামীণ অর্থনীতি সচল রাখতে
প্রাণিসম্পদ খাতের কোনো বিকল্পনেই। সরকার দেশীয় জাত সংরক্ষণ ও আধুনিক
প্রযুক্তির প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে। খামারিরা আধুনিক প্রযুক্তি গ্রহণ
করলে দেশ প্রাণিসম্পদে আরও স্বাবলম্বী হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু এবং সিনিয়র
উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ। বক্তারা উন্নত জাতের পশু পালন ও
আমিষের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ
কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল নোমান সরকারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে
উপজেলার কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী বিভিন্ন স্কুল কলেজের
ছাত্র-ছাত্রী ও সফল খামারিদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। এ সময়
প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ডেইরী ও পোল্ট্রি খামারি এবং
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
