ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটকে সামনে রেখে কুমিল্লায় শুরু
হচ্ছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভানের কার্যক্রম। “ভোটের
চাবি আপনার হাতে”-এই স্লোগানকে সামনে রেখে জেলার বিভিন্ন এলাকায় জনসচেতনতা
বৃদ্ধির লক্ষ্যে আজ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
আজ ৫ জানুয়ারি,
সকাল সাড়ে ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে ভোটের গাড়ি কার্যক্রমের উদ্বোধন
করবেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এসময় কুমিল্লার জেলা প্রশাসকসহ জেলা
প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত
থাকবেন।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম
স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও
গণভোট উপলক্ষ্যে ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন ২০২৫-২৬' এর আওতায় নির্বাচনী
জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ৫ জানুয়ারি, সকাল সাড়ে ১১টায় কুমিল্লা জেলার টাউন
হল মাঠে প্রস্তুতকৃত এলইডি ক্যারাভান/ভোটের গাড়ি কার্যক্রমের উদ্বোধনী
অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে
নিয়োজিত মাননীয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
জানা
গেছে, সুপার ক্যারাভানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার ও
গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল
লক্ষ্য।
