
ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ চান্দিনা আসনে দুই প্রার্থীর মনোনয়ন
বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এ আসনে সাত প্রার্থীর মধ্যে পাঁচ
প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) সকাল ১১
টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কুমিল্লা-৭ আসনের মনোনয়নপত্র
যাচাই-বাছাই শুরু হয়। শেষ হয় দুপুর পৌনে ১২ টায়। এ সময় সাত জন প্রার্থী সহ
তাদের প্রস্তাব ও সমর্থনকারীরা উপস্থিত ছিলেন।
বাতিল হওয়া দুইটি মনোনয়নপত্র হলো- বাংলাদেশ সংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী সজল কুমার কর ও স্বতন্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকী।
বৈধ
প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ, বিএনপি
বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন, জামায়াতে ইসলামী
মনোনীত প্রার্থী মাওলানা মোশারফ হোসেন, খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী
মাওলানা সোলাইমান খাঁন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা
মুফতি এহতেশামুল হক।
জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মু. রেজা হাসান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন।
এই
সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হাসান, জেলা সিনিয়র
নির্বাচন অফিসার হাবিবুর রহমান, উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা নির্বাচন
অফিসার ইকবাল হোসেন।
এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ
একাই ৩টি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার প্রথমটি বৈধ হওয়ায় বাকি ২টি আর
যাচাই বাছাই হয়নি।
