বিশেষ
প্রতিবেদক: কুমিল্লার চান্দিনায় ট্রাক চাপায় হারুনুর রশিদ (৫৫) নামে এক
মোটরসাইল চালকের মৃত্যু ঘটেছে। রবিবার (৪ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত হারুনুর রশিদ কুমিল্লার দেবীদ্বার উপজলা ব্রাহ্মণখাড়া গ্রামের আব্দুল ওহাব মিয়ার ছেলে।
স্থানীয়
সূত্রে জানা যায়- হারুনুর রশিদ দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বিদেশ থেকে ফিরে
স্থায়ীভাবে দেশে থাকায় প্রবাসী বড় ছেলে পিতাকে মোটরসাইকেল কিনে দেন। রবিবার
সকালে বাড়ি থেকে চান্দিনা বাজারে আসার পথে মহাসড়কের চান্দিনা উপজেলা গেট
এলাকায় পৌঁছলে চট্টগ্রামমুখী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে
তার।
হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ থানার সার্জেন্ট নাদিম বিষয়টি নিশ্চিত করে বলেন। ঘাতক ট্রাকটি আটক করতে অভিযান চলছে।
