
ইন্ডিয়ান
প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার
কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে আসর শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ
দিতে কলকাতাকে নির্দেশ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
(বিসিসিআই)। বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশি এই পেসারকে বাদ দেওয়ার ঘোষণা
দিয়েছে ফ্যাঞ্চাইজিটি।
ভারতের হয়ে ১৯৮৩ বিশ্বকাপজয়ী সাবেক অলরাউন্ডার
মদনলাল মনে করেন, বিসিসিআইয়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কলকাতার
মালিক শাহরুখ খানেরও নেই। সেই সঙ্গে প্রশ্ন তুলেছেন, খেলাধুলায় কেন এত
রাজনীতি ঢুকেছে?
‘ইন্ডিয়া টুডে’র সঙ্গে আলাপকালে মদন লাল বলেন,
‘বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের চ্যালেঞ্জ করার ক্ষমতা কারও নেই।
এমনকি শাহরুখ খানেরও না; কিন্তু খেলাধুলায় কেন এত রাজনীতি ঢুকছে? আমি জানি
না ক্রিকেট কোন দিকে যাচ্ছে।’
‘নিশ্চয়ই ওপর মহল থেকে চাপ ছিল।
বাংলাদেশে যা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক, কিন্তু খেলোয়াড়দের কেন এর মাঝখানে
টেনে আনা হচ্ছে? এখানে শাহরুখ খানের দোষ কোথায়? নিলামে তো একটা কমিটি বসে
খেলোয়াড় নির্বাচন করে।’-যোগ করেন তিনি।
ভারতের মানুষের চাওয়াতেই এমনটা
হয়েছে বলে মনে করছেন মদন। তিনি বলেন, ‘দেশের মানুষের আবেগ সব সময়ই বড়। কোটি
কোটি মানুষ ক্রিকেট ভালোবাসে বলেই আজ এসব ঘটছে। দিন শেষে দেশই সবার আগে,
আর সেই জায়গা থেকে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়তো ভুল নয়।’
