
দলের
দুই তারকা সানজিদা আক্তার ও আইরিন খাতুন পেলেন জালের দেখা। সদ্যপুস্কুরিনী
যুব স্পোর্টিং ক্লাবকে হারিয়ে উইমেন’স ফুটবল লিগে প্রথম জয়ের স্বাদ পেল
পুলিশ এফসি।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ২-০ গোলে জিতেছে পুলিশ এফসি।
বাংলাদেশ
সেনাবাহিনীর বিপক্ষে হেরে আসর শুরু করা পুলিশ এফসি এগিয়ে যায় ২০তম মিনিটে।
ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস ফাঁকায় পেয়ে নিখুঁত শটে বল জালে জড়ান
সানজিদা। লিগে ব্যক্তিগত গোলের খাতা খুললেন দুটি উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ
জয়ী মিডফিল্ডার।
৭৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পুলিশ এফসি।
সদ্যপুস্কুরিনীর বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে এক ডিফেন্ডারের হাতে লাগলে
পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে গোলকিপারকে ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ
করেন আইরিন খাতুন।
দিনের অন্য ম্যাচে, সিরাজ স্মৃতি সংসদ এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি গোলশূন্য ড্র করেছে।
আনসার
ভিডিপি এই ড্র দিয়ে পয়েন্টের খাতা খুলল, সদ্যপুস্কুরিনীর বিপক্ষে ৩-২ গোলে
হেরে লিগ শুরু করেছিল তার। সিরাজ স্মৃতি সংসদ অবশ্য লিগ শুরু করেছিল
জামালপুর কাচারিপাড়া একাদশকে ৫-১ গোলে হারিয়ে।
