
নতুন বছরের শুরুতে
‘নতুন মোহামেডানের’ দেখা মিলবে কী, উল্টো তারা ছুটল সেই পুরান বিবর্ণ পথেই।
বাংলাদেশ ফুটবল লিগে পয়েন্ট ভাগাভাগি করল শিরোপাধারীরা।
মুন্সিগঞ্জের
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার ব্রাদার্স ইউনিয়নের
সঙ্গে গোলশূন্য ড্র করেছে মোহামেডান। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা
চার ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল আলফাজ আহমেদের দল।
গত বছরের শেষটায় লিগে টানা দুই ম্যাচ ড্র করেছিল মোহামেডানের। ব্রাদার্সের বিপক্ষে এদিন অবশ্য তাদের শুরুটা ছিল আক্রমণাত্মক।
দশম
মিনিটে ভালো সুযোগ তৈরি করে তারা। কিন্তু স্যামুয়েল বোয়াটেংয়ের পাসে
হাফিজুর রহমান পা ছোঁয়ানোর আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বল গ্লাভসবন্দি
করেন ব্রাদার্স গোলরক্ষক ইশাক আকন্দ।
পাঁচ মিনিট পর পাল্টা আক্রমণে
ব্রাদার্সের নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা জালে বল জড়িয়েছিলেন; কিন্তু
অফসাইডের পতাকা ওঠে। একইভাবে প্রথমার্ধের শেষ দিকে অফসাইডের কারণে গোল
পাননি মোহামেডানের বোয়াটেং।
৭২তম মিনিটে জটলার ভেতর থেকে বোয়াটেংয়ের
নিচু শট আটকান ইশাক। ৮৫তম মিনিটে এই অর্ধের সেরা সুযোগটি হারায় মোহামেডান।
শফিউল হোসেইনের কোনাকুনি পাসে বোয়াটেং পা ছোঁয়াতে পারেননি।
এ নিয়ে লিগে
টানা তিন ম্যাচে ড্র করা মোহামেডান ১০ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।
শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে, কিংস অবশ্য এক ম্যাচ কম
খেলেছে।
৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ব্রাদার্স।
