নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে
নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ শুরু হয়েছে। পহেলা জানুয়ারি নতুন বছরের প্রথম
দিন বৃহস্পতিবার স্কুলে স্কুলে নতুন বই বিতরণ শুরু হয়। তবে বিগত বছরগুলো
তুলনায় এ বছর কোন উৎসব কিংবা আনুষ্ঠানিকতা ছিল না কোন বিদ্যালয়ে। বিএনপি
চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে
রাষ্ট্রীয় শোক দিবস থাকায় সম্মান জানিয়ে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন স্কুল
কর্তৃপক্ষ
নতুন বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উচ্ছ্বসিত
শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকরা নিজ নিজ শ্রেণিকক্ষে
শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। বই হাতে পেয়ে অনেক শিক্ষার্থী আনন্দ
প্রকাশ করে বলেন, নতুন বই পেয়ে তাদের পড়াশোনার আগ্রহ আরও বেড়েছে।
জেলা
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল জানান, চলতি বছর কুমিল্লা জেলায়
মোট ৪ হাজার ২০৪টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের
মাঝে নতুন বই বিতরণ করা হচ্ছে। এর মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত
২৮ লাখ ৯৭ হাজার ৪৯২টি এবং প্রাক-প্রাথমিক স্তরের ২ লাখ ৫৩ হাজার ৪৫২টি
মিলিয়ে সর্বমোট প্রায় ৩১ লাখ ৫০ হাজার ৯৪৪ কপি নতুন বই পৌঁছে দেওয়া হচ্ছে
শিক্ষার্থীদের হাতে।
অন্যদিকে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল
ইসলাম জানান, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য কুমিল্লা জেলায় মাধ্যমিক পর্যায়ে মোট
৬৩ লাখ ৪৮ হাজার ২০৮টি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সব
শিক্ষাপ্রতিষ্ঠানে বই পৌঁছে দেওয়া হচ্ছে এবং কোনো শিক্ষার্থী যেন বই ছাড়া
না থাকে সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে।
শিক্ষা কর্মকর্তারা জানান,
শিক্ষার্থীদের হাতে সময়মতো বই পৌঁছে দেওয়ার মাধ্যমে শিক্ষাবর্ষের শুরু
থেকেই পাঠদান কার্যক্রম স্বাভাবিকভাবে চালু করা সম্ভব হবে। এতে শিক্ষার মান
উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে
অভিভাবকরাও সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, বছরের
শুরুতেই বই হাতে পাওয়ায় সন্তানদের পড়াশোনায় আগ্রহ বাড়ে এবং শিক্ষা
কার্যক্রম আরও গতিশীল হয়।
