ইসমাইল
নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের পদুয়া এলাকায়
ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি কেটে মাটি বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের
মাধ্যমে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। গতকাল ১ জানুয়ারী
(বৃহস্পতিবার) ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান এ জরিমানা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়,
অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনাকালে
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নে ড্রেজার
বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পদুয়া খামাচাড়া সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের পিছনে ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি কেটে মাটি বিক্রির দায়ে এবং
আশেপাশের প্রতিবেশীদের বসবাসের জন্য হুমকি সৃষ্টি করায় বালুমহাল ও মাটি
ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং আর এ
কাজের পুনরাবৃত্তি হবে না মর্মে মুচলেকা নেয়া হয়। এছাড়া ড্রেজার মেশিনের
পাইপসমূহ বিনষ্ট করা হয়।
এসময় কয়েকটি অবৈধভাবে ড্রেজার মেশিন পরিচালনাকালে ঘটনাস্থলে লোক না পাওয়ায় পাইপ বিনষ্ট করা হয়।
অবৈধ
ড্রেজার ব্যবসায়ীদের বিরোদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা
নির্বাহী অফিসার মাহমুদা জাহান। অভিযানের সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের
একটি দল সহযোগীতা করেন।
