বৃহস্পতিবার ১ জানুয়ারি ২০২৬
১৮ পৌষ ১৪৩২
৫৬ বলে সেঞ্চুরি, ১৪ ছক্কায় সারফারাজের বিধ্বংসী ১৫৭
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১:১৪ এএম আপডেট: ০১.০১.২০২৬ ২:১৪ এএম |


 


ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে থাকা সারফারাজ খান খেললেন আরেকটি দারুণ ইনিংস। দেড়শ ছড়ানো বিস্ফোরক ইনিংস খেলে ভারতের নির্বাচকদের বার্তা দিলেন জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান।
ভারতের ঘরোয়া একদিনের ম্যাচের প্রতিযোগিতা ভিজায় হাজারে ট্রফিতে বুধবার মুম্বাইয়ের হয়ে গোয়ার বিপক্ষে ৫৬ বলে সেঞ্চুরি করেন সারফারাজ। ১৪ ছক্কা ও ৯ চারে ৭৫ বলে লিস্ট ‘এ’ ক্যারিয়ার সেরা ১৫৭ রানের ইনিংস খেলেন ২৮ বছর বয়সী ব্যাটসম্যান। স্ট্রাইক রেট ২০৯.৩৩।
জয়পুরে টস হেরে ব্যাটিংয়ে নামে মুম্বাই। ৪৬ রান করে ইয়াশাসভি জয়সওয়ালের বিদায়ের পর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন সারফারাজ। আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি করেন স্রেফ ১৫ বলে। ছক্কায় পঞ্চাশ পূর্ণ করার পর কয়েকবার বুক ডন দেন তিনি।
তার প্রতিভা নিয়ে যেমন আলোচনা হয় অনেক, তেমনি বাড়তি ওজন ও ফিটনেস নিয়ে প্রশ্নও উঠেছে নানা সময়ে। গত মে মাসে তার বাবা ও কোচ নাওশাদ খান জানান, দেড় মাসে ১০ কেজি ওজন কমিয়েছেন তার ছেলে।
বুক ডন দিয়ে সারফারাজ যেন বোঝাতে চাইলেন, ফিটনেস ঠিক আছে তার!
তৃতীয় উইকেটে ছোট ভাই মুশির খানের সঙ্গে ৯৩ রানের জুটি গড়েন সারফারাজ। ২০ বছর বয়সী মুশির ৬৬ বলে ৬০ রান করে আউট হয়ে গেলেও, তার বড় ভাই চালিয়ে যান ব্যাটিং।
মাঝের ওভারগুলোতে সুইপ ও স্লগ সুইপে স্পিনারদের এলোমেলো করে দেন সারফারাজ। ৫৬ বলে লিস্ট ‘এ’ ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করা ব্যাটসম্যান পরের ১৮ বলে করে ফেলেন ৫৭ রান। এরপরই ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি। তখনও ইনিংসের বাকি ছিল আট ওভারের বেশি।
৫০ ওভারে ৮ উইকেটে ৪৪৪ রান করে মুম্বাই। কিংবদন্তি সাচিন টেন্ডুলকারের ছেলে আর্জুন টেন্ডুলকার গোয়ার হয়ে ৮ ওভারে ৭৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। পরে মুম্বাই ম্যাচ জিতে নেয় ৮৭ রানে।
সিকিমের বিপক্ষে অপরাজিত ৮ রান দিয়ে চলতি আসর শুরু করেন সারফারাজ। পরের ম্যাচে উত্তরাখান্ডের বিপক্ষে ৪৯ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। তৃতীয় ম্যাচে তাকে ব্যাটিংয়ে নামতে হয়নি দল আগেই জিতে যাওয়ায়। এরপরই এলো দেড়শ ছাড়ানো এই ইনিংস।
ভিজায় হাজারে ট্রফির আগে টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলি ট্রফিতে আসামের বিপক্ষে তিনি সেঞ্চুরি করেছিলেন ৪৭ বলে। ওই আসরে ৭ ইনিংসে ৬৫.৮০ গড় ও ২০৩.০৮ স্ট্রাইক রেটে তিনি করেন ৩২৯ রান। একটি সেঞ্চুরির সঙ্গে ফিফটি ছিল তিনটি।
ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে তোলপাড় তুলে, পরে ঘরোয়া ক্রিকেটে রানের জোয়ার বইয়ে দিয়ে অনেক অপেক্ষার পর গত বছর টেস্ট ক্রিকেটে পা রাখেন সারফারাজ। অভিষেক টেস্টে রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসেই করেন আগ্রাসী ফিফটি। ফিফটি করেন ক্যারিয়ারের তৃতীয় টেস্টেও।
চতুর্থ টেস্টে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম সেঞ্চুরির স্বাদ পেয়ে সেটিকে নিয়ে যান দেড়শতে। তবে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সিরিজের পরের দুই টেস্টে ভালো করতে পারেননি তিনি। পরে অস্ট্রেলিয়া সফরের দলে থাকলেও কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি। তারপর থেকে আর দলেই জায়গা পাননি তিনি।

এখন পর্যন্ত ৬ টেস্টে থমকে আছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। আগামী মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। সেই দলে জায়গা পাওয়ার লড়াইয়ে থাকতে পারেন এখনও জাতীয় দলের হয়ে ওয়ানডে না খেলা ব্যাটসম্যান।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
চিরনিদ্রায় খালেদা জিয়া
দেশে এমন জানাজা আগে দেখেনি কেউ:
তারেক রহমানকে চিঠি, নতুন সূচনার প্রত্যাশা নরেন্দ্র মোদীর
জানাজায় ইমামতি করেন কুমিল্লারমুফতি আব্দুল মালেক
এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না : নজরুল ইসলাম খান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার জীবনাবসান
কুমিল্লাকে আধুনিক শহরে রূপান্তর করারস্বপ্ন ছিলো বেগম খালেদা জিয়ার
মুরাদনগরে মাওলানা আব্দুল কাইয়ুমের মনোনয়নপত্র দাখিল
বেগম খালেদা জিয়ার মতো দৃঢ়চেতা ও আপোষহীন নেত্রী ইতিহাসে বিরল
বেগম খালেদা জিয়া দেশনেত্রী ও গণতন্ত্রের প্রতীক-ডা: তাহের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২