
বিপিএলের সূচি
অনুযায়ী, ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামের মাটিতে খেলা হওয়ার কথা ছিল। তবে চলতি
বিপিএলের কোন ম্যাচই আর ববন্দরনগরীতে হচ্ছে না। ওই ম্যাচগুলো সরিয়ে আনা
হয়েছে এখন সিলেটে। এরপর ঢাকা পর্ব দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।
বিপিএল
গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, বাংলাদেশ
দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ও দলগুলোর ভ্রমণ, লজিস্টিক্যাল
বিভিন্ন সমস্যা, সম্প্রচার-সরঞ্জাম ব্যবস্থাপনার সুবিধার কথা মাথায় রেখে
চট্টগ্রামকে বাদ দিয়েছেন তারা।
এ প্রসঙ্গে মিঠু বলেন, ‘আমাদের প্রথম
সমস্যা হচ্ছে ২৩ তারিখেই ফাইনাল করতে হচ্ছে। বাংলাদেশ দল বিশ্বকাপে যাবে ২৬
জানুয়ারির দিকে। এ ছাড়া আমাদের প্রোডাকশন, এমনকি আপনাদেরও একটা পরিকল্পনা
আছে। সেই পরিকল্পনা অনুযায়ী দল, গভর্নিং কাউন্সিল, টেকনিক্যাল কমিটি সবার
সাথে আলাপ করে আমাদের যে দুইদিন গ্যাপ হয়েছে সেটা আমার অ্যাডজাস্ট করার
জন্য দুইটি ভেন্যুতে খেলা নিয়ে আসা হচ্ছে। এ ছাড়া আমরা অনেক চেষ্টা করেছি,
এটা ছাড়া অ্যাডজাস্ট করা যাচ্ছে না।’
নতুন সূচি নিয়ে বিপিএল গভর্নিং
কাউন্সিলের সদস্য সচিব বলেন, ‘আমরা এখানে ভ্রমণের দুদিন বাঁচাব। অ্যাডজাস্ট
করার জন্য চট্টগ্রামের খেলাগুলো আমরা ঢাকায় ও এখানে (সিলেট) নিয়ে এসেছি।
সিলেটে ১২ তারিখ পর্যন্ত খেলা হবে। ১৩ তারিখ দলগুলো ঢাকায় চলে যাবে। বাকি
অন্য কিছু পরিবর্তন না করে কিছু খেলা সকাল-বিকেল করতে হয়েছে। তিনটা ভেন্যু
থেকে আমরা দুটো ভেন্যু করেছি।’
চট্টগ্রাম সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ
করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব, ‘আমরা চট্টগ্রামের দর্শকদের
কাছে দুঃখিত। চট্টগ্রামের সমর্থক, ম্যানেজমেন্ট সবাই সবকিছু প্রস্তুত করে
ফেলেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের চট্টগ্রাম ভেন্যু বাতিল করতে
হয়েছে।’
