বারী উদ্দিন আহমেদ বাবর॥
কুমিল্লার
নাঙ্গলকোটে মাটি বোঝাই ট্রাক্টরের চাপায় এক যুবক নিহত হয়েছে। নিহত ওই
যুবকের নাম আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। সে উপজেলার বটতলী ইউনিয়নের নারায়ন বাতুয়া
আবদুল লতিফ ভূঁইয়ার ছেলে। রবিবার সন্ধ্যায় উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা
ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার ও গ্রামে শোকের ছায়া বইছে। ঘটনার সত্যতা
নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান।
পুলিশ ও স্থানীয়
সূত্রে জানা গেছে, নিহত আব্দুল ওয়াদুদ আবুল খায়ের গ্রুপের ম্যারিজ
সিগারেটের ফিল্ড অফিসার হিসেবে কর্মরত রয়েছে। প্রতিদিনের ন্যায় বাই সাইকেল
চালিয়ে ডিউটিরত অবস্থায় মান্দ্রা বাজার এলাকা থেকে মুরগাঁও এলাকার দিকে
যাচ্ছিলো। এসময় ভবানীপুর মুরগাঁও অশ্বদিয়া ব্রিজের সামনে পৌঁছালে বিপরীত
দিকে থেকে আসা মাটি বোঝাই একটি ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই
ওয়াদুদের মর্মান্তিক মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি পাশের খালে পড়ে
গেলে চালক পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে নিহতের চাচাতো ভাই টিপু
বলেন, আমার চাচাতো ভাই আব্দুল ওয়াদুদ আবুল খায়ের গ্রুপের ম্যারিজ সিগারেটের
ফিল্ড অফিসার হিসেবে চাকুরী করেন। রবিবার সন্ধ্যায় বাড়ী ফেরার পথে পেছন
থেকে অবৈধভাবে বিক্রি করা মাটি পারাপারের ্একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই
তিনি মারা যান।
ট্রাক্টটির মালিক উপজেলার গোহারুয়া গ্রামের মোঃ বেলাল হোসেন ভূঁইয়া ও চালক পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
নাঙ্গলকোট
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল
থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি
চলছে। অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
