দাপুটে ব্যাটিং ও নিয়ন্ত্রিত বোলিংয়ে কক্সবাজার অনূর্ধ্ব-১৮ দলকে বড় ব্যবধানে পরাজিত করেছে কুমিল্লা অনূর্ধ্ব-১৮ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত অনূর্ধ্ব-১৮ ওয়ানডে ম্যাচে কুমিল্লা ১২২ রানের বিশাল জয় তুলে নেয়।
চট্টগ্রামের সিএসসিজি মাঠে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত ৫০ ওভারের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে কুমিল্লা অনূর্ধ্ব-১৮ দল নির্ধারিত ওভার শেষে ১০ উইকেটে ১৯২ রান সংগ্রহ করে।
দলের পক্ষে নূর মোহাম্মদ আরিফ সর্বোচ্চ ৬৬ রান করেন। এছাড়া তাইবে মাহমুদ আসিফ ৩৪, প্রান্ত দেবনাথ অপরাজিত ২৬ এবং আফনান ইন্তেহাদ ২৪ রান করে দলের স্কোর বড় করতে ভূমিকা রাখেন। কক্সবাজারের হয়ে কামরুহ হোসেন কায়েম ও তানভীর জুনায়েদ আরিফ বল হাতে চেষ্টা করেন।
১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কক্সবাজার অনূর্ধ্ব-১৮ দল শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ২৮.৪ ওভারে তাদের ইনিংস থেমে যায় মাত্র ৭০ রানে।
কক্সবাজারের পক্ষে রিব্বানুর রহমান সর্বোচ্চ ২৯ রান করেন। কুমিল্লার বোলারদের মধ্যে লুৎফুর রহমান জয়, প্রান্ত দেবনাথ, মোস্তাফিজুর রহমান, তামিম ও ফরহাদ হোসেন ৯ওভারে ১৫ রান দিয়ে ৫ উইকে তুলে নেয়। দুর্দান্ত বোলিংয়ে পরাস্ত হতে হয় কক্সবাজার জেলা দলকে। সব মিলিয়ে ব্যাটে-বলে দাপট দেখিয়ে কুমিল্লা অনূর্ধ্ব-১৮ দল ম্যাচটি ১২২ রানে জয় করে নেয়।
কোচ রিয়াদ মজুমদার তার ফেইজবুক পোষ্টে সদ্য প্রয়াত বাংলাদেশ জাতীয় দলের কোচ মাহাবুব আলী জাকিকে এই জয় কে উৎসর্গ করেন ।
