সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
১৫ পৌষ ১৪৩২
না ফেরার দেশে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৮ এএম আপডেট: ২৯.১২.২০২৫ ১:৩৯ এএম |




 না ফেরার দেশে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার

৬২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ইংল্যান্ড ও গ্ল্যামরগানের সাবেক ক্রিকেটার হিউ মরিস। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
২০২২ সালে ক্যান্সারে আক্রান্ত হন মরিস। এরপরও সে বছরই নিজের কাজে ফেরেন। কিন্তু বেশিদিন দায়িত্ব পালন করতে পারেননি তিনি। নিজের চিকিৎসা ও পরিবারকে সময় দেওয়ার জন্য ২০২৩ সালের সেপ্টেম্বরে গ্ল্যামরগানের প্রধান নির্বাহী পদ থেকে অবসর নেন।
ক্রিকেট ক্যারিয়ারে মরিস ছিলেন আগ্রাসী ব্যাটার। গ্ল্যামরগ্যানের অধিনায়ক হিসেবে দুটি ম্যাচে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ১৯৯৩ সালে নেতৃত্ব দিয়ে সানডে লিগ শিরোপা জিতেছিলেন মরিস। এছাড়া ইংল্যান্ড জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ইংল্যান্ড ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা সফরে দলকে নেতৃত্বও দেন এই সাবেক ক্রিকেটার।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর দীর্ঘ ১৬ বছর ধরে ইসিবি বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন মরিস। প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালনকালে অস্ট্রেলিয়াকে তিনবার অ্যাশেজ সিরিজে পরাজিত করে ইংল্যান্ড।
১৯৯১ সালের ২৫ জুলাই ইংল্যান্ডের জার্সিতে প্রথমবার খেলতে নামেন হিউ মরিস। ক্যারিয়ারটা বেশি বড় করতে পারেননি তিনি। মাত্র তিনটি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলে করেছেন ১১৫ রান। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৪৫। আর ১৯.১৬ গড়ে তিনি খেলেছেন ৩৬.১৬ স্ট্রাইক রেটে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
চান্দিনায় খেলাফত মজলিসের চূড়ান্ত মনোনয়ন পেলেন সোলায়মান খান
চান্দিনার দোল্লাই নোয়াবপুর উচ্চ বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তিতে পুনর্মিলনী
দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
মুরাদনগরে জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়নপত্র দাখিল
কনকনে শীতে ব্রাহ্মণপাড়ায় জনজীবন বিপর্যস্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে -মনিরুল হক চৌধুরী
চান্দিনায় মনোনয়ন বঞ্চিত শাওনের পক্ষে মহাসড়কে বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল
খেলার মাঠে মৃত্যুর কোলে ক্রিকেট কোচ জাকি
শীতার্তদের পাশে ইউএনও তাহমিনা মিতু
যে মাঠে মৃত্যু সেই মাঠেই জানাজা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২