শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫
১২ পৌষ ১৪৩২
বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ে রজত জয়ন্তী উদযাপন
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৪ এএম |


কুমিল্লার চান্দিনায় বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ে ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘রজত জয়ন্তী’ উদযাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। এতে বিদ্যালয়ের প্রাক্তন সহস্রাধিক ও বর্তমান ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। 

সকাল ৯টায় রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী ও ডেলিগেট কার্ড বিতরণ করা হয়। সাড়ে ৯টায় ধর্মীয় গ্রন্থপাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে রজত জয়ন্তীর কার্যক্রম শুরু হয়। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে নবীন ও প্রবীন শিক্ষার্থীরা মুক্ত মনে উৎসব উদযাপন প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ব্যবসায়ী হাফেজ মো. শহিদুল ইসলাম। মো.রুহুল আমিন মেম্বার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ‘দিশা’র প্রধান নির্বাহী শহিদ উল্লাহ। 

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিএডিসি অফিসার মো. কাউসার হামিদ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র দেবনাথ, রজত জয়ন্তী পরিচালনা কমিটির আহবায়ক মো. সোলাইমান, সদস্য সচিব গোলাম সারওয়ার সোহেল, আহবায়ক কমিটির সদস্য আবদুস সালাম, সাবেক শিক্ষক ফসিউওর রহমান, সহকারী শিক্ষক কাজী মাসুদ, আবদুল কাদের। এছাড়াও বিদ্যালয় প্রতিষ্ঠার পর বর্তমান পর্যন্ত  প্রতিটি প্রাক্তন ব্যাচ থেকে একজন করে প্রাক্তণ শিক্ষার্থী স্মৃতিচারণ করে বক্তৃতা করেন। সন্ধ্যায় র‌্যাফেল ড্র-এ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মাতৃভূমিতে তারেক রহমান
‘যেকোনো মূল্যে বাংলাদেশের শান্তিশৃঙ্খলা রক্ষা করতে হবে’
দেশে নেমেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ
দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ
আই হ্যাভ এ প্ল্যান: তারেক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দেশে ফিরে তারেক রহমান তিন দিন কোথায় যাবেন, কী করবেন
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা সদরে হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
১০ হাজার নেতা-কর্মী নিয়ে এলডিপি ছেড়ে বিএনপিতে ড. রেদোয়ান
দেশের পথে তারেক রহমান
লালমাইয়ে দুই ইটভাটায় অভিযান, জরিমানা ৪ লাখ টাকা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২