কুমিল্লার চান্দিনায় বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ে ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘রজত জয়ন্তী’ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। এতে বিদ্যালয়ের প্রাক্তন সহস্রাধিক ও বর্তমান ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সকাল ৯টায় রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী ও ডেলিগেট কার্ড বিতরণ করা হয়। সাড়ে ৯টায় ধর্মীয় গ্রন্থপাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে রজত জয়ন্তীর কার্যক্রম শুরু হয়। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে নবীন ও প্রবীন শিক্ষার্থীরা মুক্ত মনে উৎসব উদযাপন প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ব্যবসায়ী হাফেজ মো. শহিদুল ইসলাম। মো.রুহুল আমিন মেম্বার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ‘দিশা’র প্রধান নির্বাহী শহিদ উল্লাহ।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিএডিসি অফিসার মো. কাউসার হামিদ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র দেবনাথ, রজত জয়ন্তী পরিচালনা কমিটির আহবায়ক মো. সোলাইমান, সদস্য সচিব গোলাম সারওয়ার সোহেল, আহবায়ক কমিটির সদস্য আবদুস সালাম, সাবেক শিক্ষক ফসিউওর রহমান, সহকারী শিক্ষক কাজী মাসুদ, আবদুল কাদের। এছাড়াও বিদ্যালয় প্রতিষ্ঠার পর বর্তমান পর্যন্ত প্রতিটি প্রাক্তন ব্যাচ থেকে একজন করে প্রাক্তণ শিক্ষার্থী স্মৃতিচারণ করে বক্তৃতা করেন। সন্ধ্যায় র্যাফেল ড্র-এ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
