শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫
১২ পৌষ ১৪৩২
চান্দিনায় মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৬ এএম |

 চান্দিনায় মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ

কুমিল্লার চান্দিনায় শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলা মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষে মাতৃভূমি মডেল মাদ্রাসার সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রতিষ্ঠান প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ভর্তি পরীক্ষায় প্লে, নার্সারি, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মৌখিক এবং তৃতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণে হল পরিদর্শন করেন কুমিল্লা মাতৃভূমি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মো. আখতার হোসাইন। এ সময় তার সঙ্গে ছিলেন মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আল মামুন এবং মাতৃভূমি মডেল গার্লস স্কুলের প্রিন্সিপাল কেএমএকে মহিউদ্দিন। তারা পরীক্ষার শৃঙ্খলা, তদারকি ও শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন।

এদিকে, অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন মাতৃভূমি মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মাতৃভূমি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মো. আখতার হোসাইন। 

তিনি বলেন, শিক্ষার্থীদের কেবল পরীক্ষায় ভালো ফল করলেই চলবে না, তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে যোগ্য ও আদর্শ নাগরিক গড়ে তোলাই মাতৃভূমি পরিবারের মূল লক্ষ্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সহ-সভাপতি আনোয়ার হোসেন এবং মাতৃভূমি মডেল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সেক্রেটারি মফিজুল ইসলাম। তারা প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষকদের ভূমিকা ও অভিভাবকদের সচেতন অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

সমাবেশে অভিভাবকরা শিক্ষার্থীদের অগ্রগতি, শৃঙ্খলাবোধ ও শিক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন নিয়মিত ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বলতা ও সম্ভাবনার দিকগুলো জানা সহজ হচ্ছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মাতৃভূমিতে তারেক রহমান
‘যেকোনো মূল্যে বাংলাদেশের শান্তিশৃঙ্খলা রক্ষা করতে হবে’
দেশে নেমেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ
দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ
আই হ্যাভ এ প্ল্যান: তারেক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দেশে ফিরে তারেক রহমান তিন দিন কোথায় যাবেন, কী করবেন
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা সদরে হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
১০ হাজার নেতা-কর্মী নিয়ে এলডিপি ছেড়ে বিএনপিতে ড. রেদোয়ান
দেশের পথে তারেক রহমান
লালমাইয়ে দুই ইটভাটায় অভিযান, জরিমানা ৪ লাখ টাকা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২